তাকামুল ট্রেনিং

তাকামুল পরীক্ষার টেস্ট টিকেট, ৫০ ডলার পেমেন্ট, পরীক্ষায় ফেল করলে করনীয়।। #TAQAMUL #SVP #saudiarabia

আসসালামু আলাইকুম ভিউয়ার্স। লেটেস্ট ইনফো বিডি এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা।

সৌদি আরব যাওয়ার জন্য স্কিল সার্টিফিকেট অর্থাৎ তাকামুল সার্টিফিকেট পেতে চাইলে অথবা তাকামুল সার্টিফিকেট পাওয়ার জন্য আপনি টেস্ট পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষায় ফেল করেছেন। আবার পরীক্ষা দিতে চান। এমনটা হলে এই লেসনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ একজন ব্যক্তি কিছুদিন আগে এই সার্টিফিকেটের জন্য পরীক্ষা দিয়েছিলেন। তিনি ফেল করেছেন। আবার পরীক্ষা দিবেন। তার পরীক্ষা দেওয়ার জন্য কোন কেন্দ্রে পরীক্ষা দিবেন সে কেন্দ্রটি আমি কিভাবে নিব, কত টাকা ফি দিব, 50 ডলার কিভাবে পেমেন্ট করব এবং পেমেন্ট করার পর একটি টেস্ট টিকেট কিভাবে নিব সবকিছুই আপনাদেরকে এখন দেখাবো।

সরাসরি ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

তাই গুরুত্বপূর্ণ লেসনটি সম্পূর্ণ পড়ুন। এতে করে আপনি পরিপূর্ণ কাজটি নিজের জন্য শিখতে পারবেন এবং শিখে অন্যদের কাজে লাগাতে পারবেন। অর্থাৎ গ্রাহক সেবা দিয়ে আয় করার ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন। আমি নিজেও কিন্তু গ্রাহকের কাজটি করার জন্য একটি মিনিমাম সার্ভিস চার্জ নিয়েছি। তাই আপনারাও যারা সার্ভিস দেন কম্পিউটার টাইপিং সেন্টার রয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই লেটেস্ট ইনফোবিডি YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। মূল পর্বে চলে যাই।

এই কাজটি করার জন্য আমাদেরকে https://svp-international.pacc.sa/home এই সাইটটিতে আসতে হবে। এই সাইটটিতে আসলে অনেক সময় আরবি ভাষায় আসতে পারে। আমি ইংলিশ লেখাটিতে ক্লিক করে ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে নিলাম। অর্থাৎ ইংরেজিতে এই পেজটি এখন ভিউ হলো। এই পেজের মাধ্যমে নানাবিদ কাজ আমরা করতে পারব। সৌদি প্রবাসীদের জন্য যারা সৌদি আরব যেতে চান নতুন নিয়মে স্কিল সার্টিফিকেট প্রয়োজন আমি এই সাইটটিতে লগইন করব সাইন আপ করা আছে এখন সাইন ইন করব এই দুটি শব্দের মধ্যে পার্থক্য হলো এই সাইটটিতে একটি একাউন্ট খুলতে হয় যিনি পরীক্ষা দিবেন তার জন্য আগে একটি একাউন্ট খুলতে হয় আজকে যে ব্যক্তির আমি কাজ করব তার এককাউন্ট খোলা আছে তাই আমি সাইন ইন করে ভিতরে ঢুকবো আর কিভাবে সাইন আপ করতে হয় আমার অন্য ভিডিওতেই ওই বিষয়টি আপনারা ক্লিয়ারভাবে জানতে ও শিখতে পারবেন সাইন ইন বাটনে ক্লিক করলাম। এখানে ইমেইল দিয়ে সাইন ইন করা যায়। ফোন নাম্বার দিয়েও সাইন ইন করা যায়। ইমেইল দিয়ে সাইন ইন করলে একটু অসুবিধা হলো। ওই ইমেইলে একটি ওটিপি যাবে। আমি দেখিয়ে দিই আপনাদেরকে। ইমেইল এড্রেস দিলাম। পাসওয়ার্ড দিলাম। সাইন ইন বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে একটি ওটিপি গিয়েছে। এই ওটিপি দিলেই আমি সাইন ইন করতে পারব। এই মুহূর্তে আমি ইমেইলটি লগইন করা নাই। আমি পেছনে গেলাম। আবার সাইন ইন বাটনে ক্লিক করলাম। ফোন নাম্বারে ক্লিক করলাম। এখান থেকে বাংলাদেশ দিলাম। এরপরে ফোন নাম্বারটি এখানে দিব এবং যে নাম্বার দিয়ে তার একাউন্টটি তৈরি করা হয়েছিল। মোবাইল নাম্বার দিলাম। এরপর এখানে পাসওয়ার্ডটি দিব। পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইন বাটনে ক্লিক করলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই তার একাউন্টে প্রবেশ করবে। হ্যাঁ মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ঠিক ছিল তাই আমরা এই ড্যাশবোর্ডে চলে আসতে পারলাম। ম্যানেজ বুকিং সেকশনে চলে আসলাম। এখান থেকে আমরা নতুন কোন এ্যাপয়েন্টমেন্ট নিতে পারব। কিসের এ্যাপয়েন্টমেন্ট? পরীক্ষার জন্য এপয়েন্টমেন্ট। এই যে দেখুন টেস্ট টিকেট। এই টিকেটটির কাজ কি? একজন ব্যক্তি সৌদি যেতে চাইলে তিনি যে বিষয়ের উপর পারদর্শী যে বিষয়ের উপর তার ভিসা এক্সাম্পল লোড আনলোড ওয়ার্কার হিসেবে এই ব্যক্তি পরীক্ষা দিতে চান আজকে আমি যার একটি পরীক্ষার ব্যবস্থা করব অর্থাৎ একটি কেন্দ্র সিলেক্ট করব এবং 50 ডলার পেমেন্ট করব এবং এ ধরনের একটি টেস্ট টিকেট নিব সেই টেস্ট টিকেটে কি থাকবে তারিখ থাকবে সময় থাকবে ওই তারিখ ওই সময়তে তিনি গিয়ে একটি পরীক্ষা দিবেন পরীক্ষা দেওয়ার পরবর্তী তিনি একটি সার্টিফিকেট পাবেন যদি তিনি পাস করেন। এই ব্যক্তি এর আগে বুকিং দিয়েছিলেন। দেখুন তার বুকিং স্ট্যাটাস কমপ্লিটেড 26 সেপ্টেম্বর। আজকে হলো 10 অক্টোবর। তিনি 26 সেপ্টেম্বরে পরীক্ষা দিয়েছিলেন। ওই পরীক্ষার রেজাল্ট কি একটু দেখাই আপনাদেরকে। পরীক্ষার রেজাল্ট হলো ফেল। তিনি ফেল করেছিলেন। এজন্য তিনি চাইতেছেন আবার পরীক্ষা দিবেন। তার পরীক্ষা দেওয়ার জন্য কি করতে হবে? বুক এন্ড এ্যাপয়েন্টমেন্ট। আবার বুকিং দিতে হবে। আমি বুক এন্ড এ্যাপয়েন্টমেন্টে গেলাম। সর্বপ্রথম আমাদেরকে অকুপেশন সিলেক্ট করতে হবে। অকুপেশন হলো পেশা। তিনি কোন ক্যাটাগরির উপর সৌদি আরব যাবেন। কোন ক্যাটাগরির উপর কোন বিষয়ের উপর তিনি পরীক্ষা দিবেন সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে অনেক পেশা রয়েছে। অনেক অকুপেশন তালিকা রয়েছে। আমি লোড এন্ড আনলোড ওয়ার্কার নিলাম। এরপর একটু নিচে আসি। চো সিটি কোন শহর থেকে পরীক্ষা দিবেন? যে যে শহর থেকে পরীক্ষা দিতে চান সে সেই শহরটি সিলেক্ট করবেন। আমি ঢাকা দিলাম। এরপর এখানে এসে নেক্সট বাটনে ক্লিক করলাম। একজন তার নিজ শহর থেকেই যে পরীক্ষা দিতে হবে এমন কোন কথা নেই। একজন অন্য তার নিজ শহর বাদেও অন্য শহর থেকেও পরীক্ষা দিতে পারবেন। এরপর ল্যাঙ্গুয়েজ। তিনি কোন ভাষায় পরীক্ষা দিবেন আমি বাংলা নিলাম। এছাড়াও ইংলিশ, এরাবিক, উর্দু এবং হিন্দি ভাষাতেও পরীক্ষা দেয়া যায়। আমি বাংলা নিলাম। এরপর নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপর পরীক্ষার তারিখ সিলেক্ট করব। কত তারিখে পরীক্ষা দিব? আমি এখান থেকে এই তারিখটি নিব।

সরাসরি ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

এখানে দেখুন এখানে অক্টোবর মাসের ক্যালেন্ডার আমাদের সামনে রয়েছে। আমরা চাইলেই কিন্তু যেকোন তারিখ নিতে পারবো না। যেই তারিখটির নিচে সবুজ চিহ্ন রয়েছে। দেখুন একটি সবুজ একটি ডট রয়েছে। এটাতে আছে। এটাতে আছে। কিন্তু এই তারিখগুলির নিচে নাই। যেগুলির নিচে নাই সেগুলা কিন্তু আপনার পরীক্ষার টেস্ট ডেট হিসেবে সিলেকশনে আসবে না। তাই আমরা এই বিষয়টি খেয়াল রাখবো। এখানে ক্লিক করলাম। কারণ এটাতে একটি সবুজ ডট চিহ্ন রয়েছে। যদি আমি এটাতে ক্লিক করি। এরপরও কিন্তু আমি নেক্সটে যেতে পারব। কিন্তু আপনি বুকিং দেওয়ার পর আপনার যখন টেস্ট টিকেটটি হাতে আসবে। এই ধরনের একটি টেস্টের যখন হাতে আসবে তখন কিন্তু আপনি ওই ডেটটি না পেয়ে দেখবেন অটোমেটিকলি একটি সবুজ ডট চিহ্নিত ডেট আপনার সামনে চলে এসেছে। তাই আগে থেকেই কনফার্ম হয়ে এই বুকিংটি দিবেন। কে কত তারিখ নিবেন সেটি কনফার্ম হয়ে নিবেন। কত তারিখ নিলে আপনার সুবিধা অনেকে আছেন এদিকে টেস্ট ডেট সিলেক্ট করেন। পাশাপাশি দুইদিন বা তিন দিন একটা ট্রেনিং করেন। যে কেন্দ্র নিবেন সেই কেন্দ্রে আবার ট্রেনিং এরও ব্যবস্থা রয়েছে। আবার অনেকে আছেন যে পারদর্শী ট্রেনিং করতে চান না। তারা সরাসরি পরীক্ষায় চলে যাবেন। আমি এই তারিখটি সিলেক্ট করলাম। নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপর এখানে আমাকে একটি এলার্ট দিতেছে যে 50 ডলার পেমেন্ট দিতে হবে। এখানে কি রয়েছে? একটি সংক্ষিপ্ত সামারি। অকুপেশন লোড এন্ড আনলোড ওয়ার্কার ক্যাটাগরি লোড এন্ড আনলোড। অকুপেশন কোড। এই অকুপেশন। এই পেশার কোড হলো এটি। এই অক্ষর গুলি মানেই এই অক্ষরগুলি শুধুমাত্র লোড এন্ড আনলোড ওয়ার্কারকে বুঝায়। এই পেশাটিকে বুঝায় এই কোডটি এই পেশার কোড আমরা 50 ডলার পেমেন্ট করব একটু নিচে আসি একটি ডিসক্লেমার রয়েছে এখানে দুইটি টিক দিয়ে দিবেন টিক দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করলাম এখানে আমাকে বলতেছে 19 মিনিট 23 সেকেন্ড 22 সেকেন্ড অর্থাৎ 20 মিনিট সময় দেয়া হয়েছে এই বুকিংটি করার জন্য এর মধ্যে আমাদেরকে বুকিং সম্পন্ন করতে হবে এখানে কার্ড নাম্বার দিতে হবে আমি মাল্টিকারেন্সি ব্রাক ব্যাংকের মাল্টি কারেন্সি কার্ড দিয়ে এই পেমেন্টটি সম্পন্ন করব। আমি সর্বপ্রথম এখানে কার্ড নাম্বার দেই। এরপর সিভিবি নাম্বার দিতে হবে। কার্ডের পেছনে সিভিবি নাম্বার থাকে। এরপর কার্ডের মেয়াদ কত তারিখে শেষ হবে সেই তারিখটি এখানে লিখতে হবে। আমি অন্য ব্রাউজারে আছি। আমার মেইন ব্রাউজারে থাকলে অটোমেটিক গুগল পে থেকেই আমার এই কার্ড নাম্বারটি চলে আসতো। তাই আমাকে কষ্ট করে একটু লিখতে হলো। আমার নিজের কার্ড থেকে দিব। আতিকুল খান নামের কার্ডটি থেকে আমি পেমেন্টটি সম্পন্ন করব। পে 50 ডলার। অবশ্যই আমার ওই কার্ডে বা আমার ব্যাংক একাউন্টে 50 ডলার পরিমাণ টাকা থাকতে হবে। ডলার রেট একচুয়াল কত টাকা কাটবে সেটি আপনারা অনলাইন থেকে দেখে নিবেন যে আজকে ডলার রেট কত। আমি একটু এভারেজ হিসাব করি। 122 টাকা গুণ 50 = 6100 টাকা থাকতে হবে। কমপক্ষে 6200 বা 6300 টাকা কার্ডে রেখে নিবেন মিনিমাম ব্যালেন্স পে 50 ডলার এখানে ক্লিক করলাম এই অবস্থায় কোন কিছুই কাটা যাবে না কোন স্কিন কাটা যাবে না অপেক্ষা করতে হবে যতক্ষণ সময় লাগে ব্রাক ব্যাংক থেকে এখানে বলতেছে যে আমরা ওটিপি পাঠাবো কোথায় ইমেইলে পাঠাবো না এসএমএস এ পাঠাবো না ইমেইল এবং এসএমএস দুই জায়গাতেই পাঠাবো আমি এসএমএস এ নেই মোবাইল এসএমএস এ আমি ওটিপিটি নিব সাবমিট বাটনে ক্লিক করলাম মোবাইল থেকে আমি ওটিপিটি নিয়ে নিলাম। সাবমিট বাটনে ক্লিক করলাম। পর্যাপ্ত ব্যালেন্স থাকলে অবশ্যই আমার এই এ্যাপয়েন্টমেন্টটি চলে আসবে। যদি ব্যাংকে পর্যাপ্ত ব্যালেন্স না থাকে কেউ যদি ভুলক্রমে এভাবে ট্রাই করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে পরবর্তীতে 20 মিনিট অপেক্ষা করতে হবে ট্রাানজেকশন করার জন্য। 20 মিনিটের মধ্যে আপনি চাইলেও আরেকবার দ্রুত ব্যাংক পেমেন্ট করতে পারবেন না। দ্রুত এ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না। এই এখানে নোটিফিকেশনে চলে আসবে। দেখুন এখানে এইমাত্র একটি নোটিফিকেশন চলে আসছে যে পেমেন্ট স্ট্যাটাস হ্যাজ বিন চেঞ্জ টু সাকসেস। পেমেন্ট সফলভাবে হয়েছে। একটু আগে দেখুন আরেকটি এসেছিল দুই তারিখে। এইযে এখানে একটি এসেছিল পেমেন্ট স্ট্যাটাস হ্যাজ বিন চেঞ্জ টু পেন্ডিং। মানে অপেক্ষমান আছে। এরপর সাকসেস হয়েছে। সাকসেস হওয়া মানে আমরা আমাদের বুকিংটি পেয়ে যাব। আমি ব্যাক হোম প্রিভিয়াস পেজে চলে যাই। ব্যাক বাটনে ক্লিক করি। ইয়েস আই এম সিউরে ক্লিক করি। আমি ম্যানেজ বুকিং পেজে চলে আসলাম। দেখুন আরেকটি বুকিং রিজার্ভ হয়ে গেল। রিজার্ভ এটা ছিল আগেরটি। এটি নতুনটি। কিভাবে বুঝলাম? তারিখ হিসেবে। দেখুন টেস্ট ডেট 6ই অক্টোবর। আর এটার টেস্ট ডেট ছিল 26 সেপ্টেম্বর। আমি 6 তারিখের বুকিংটি দিলাম। এখন আমার টিকেটটি কোথায় পাবো? ডাউনলোড টিকেট। এখানে ক্লিক করলাম। এই টেস্ট টিকেটটি আমরা এখন পেলাম। এখানে কি লেখা রয়েছে? নাম আছে, পাসপোর্ট নাম্বার রয়েছে। ন্যাশনালিটি বাংলাদেশ রয়েছে। একটি কিউআর কোড আছে এবং কোথায় পরীক্ষা হবে? বাংলাদেশ জার্মান টিটিসি মিরপুর 2, ঢাকা, বাংলাদেশ। কবে পরীক্ষা হবে সেই সময় এবং তারিখ লিখা আছে কোন ক্যাটাগরির লোড আনলোড ক্যাটাগরির ক্যাটাগরির কোড এবং নিচে কি বলা আছে এরাইভ 15 মিনিটস বিফোর দ টেস্ট কমপক্ষে 15 মিনিট আগে আপনাকে থাকতে হবে ব্রিং ইর পাসপোর্ট আপনার পাসপোর্টটি সাথে থাকতে হবে ব্রিং ইর টেস্ট টিকেট এই টিকেটটি সাথে থাকতে হবে এখানে কিছু ইম্পর্টেন্ট নোটিস দেয়া রয়েছে তা আপনারা পড়ে নিবেন এখানে বলা আছে ইউ মাস্ট ওয়ারঅপ্রোপ্রিয়েট ড্রেস কোড ইজি এক্সাম্পল গিভেন হেলমেট সেফটি শো ইটিসি ফেলার টু কমপ্লাই মে রেজাল্ট ইন বিং রিফিউজড এন্ট্রি টু দ টেস্ট সেন্টার। এখানে আপনাকে অবশ্যই ড্রেস কোডের বিষয়টি খেয়াল রাখতে হবে। লোড আনলোডের ক্ষেত্রে আপনাকে হেলমেট এবং সেফটি পড়া থাকতে হবে। যারা যে সকল বিষয়ের উপর এক্সাম দিবেন সেই সকল বিষয়ের উপর টেস্ট টিকেটের মধ্যেই আপনারা এই নিচে দেখতে পারবেন যে আপনাকে কোনটি বলা হয়েছে। ইউ ক্যান রিশিডিউল দা টেস্ট বাট অনলি আপ টু 72 আওয়ারস বিফোর দাশিডিউল টাইম। আপনি চাইলে 72 ঘন্টা আগে যদি চান রিশিডিউল করবেন। মানে আপনি ওই তারিখে পরীক্ষা দিতে চান না। অন্য তারিখে পরীক্ষা দিতে চান তাহলে আপনাকে 72 ঘন্টা আগে এটি কনফার্ম করতে হবে। ইফ ইউ মিস ইউর এপয়েন্টমেন্ট ইউ উইল নট বি এলিজিবল ফর এ রিফান্ড। যদি আপনি এপয়েন্টমেন্ট মিস করেন পরীক্ষা না দেন তাহলে আপনি আপনার রিফান্ড পাবেন না। আপনি টাকা জমা দিয়েছেন সেটি কিন্তু ফেরত পাবেন না। অর্থাৎ আমি আপনাদেরকে কি দেখাইলাম যে কিভাবে একটি টেস্ট টিকেট নিতে হয় তাকামূল সার্টিফিকেট পাওয়ার জন্য। এই সার্টিফিকেটটি পাওয়ার জন্য আপনাকে আগে টেস্ট টিকেট নিতে হবে। সেই টেস্ট টিকেটটি কিভাবে নিবেন? 50 ডলার কিভাবে পেমেন্ট করলাম আপনারা দেখতে পেলেন।

কোন কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওর কমেন্টে প্রশ্ন করবেন এবং তাকামুল নিয়ে তাকামুল ট্রেনিং নিয়ে আমার অনেকগুলা ভিডিও রয়েছে। তাই এই বিষয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আমি উত্তর দিব এবং ভিডিও দিয়েও আপনাদেরকে সহযোগিতা করব।

ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। কারণ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি। ভিডিও তালিকায় ভিজিট করলেই বুঝতে পারবেন যে আমি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি। বিশেষ করে যারা কম্পিউটার টাইপিং সেন্টার গ্রাহক সেবাতেন তাদের জন্য আমার এই ভিডিওগুলি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ আমি আমার কাজগুলিকেই ভিডিওতে তৈরি করে আপনাদের কাছে শেয়ার করি। এতে করে আমার ভিডিও ফলো করে ইনশআল্লাহ কেউ কোন অসুবিধায় পড়বেন না। লাইভ সার্ভিস আপনারা দিতে পারবেন। আর আমার ইচ্ছে কম্পিউটার টাইপিং সেন্টার যেই অপারেটর রয়েছে তারা সরাসরি আমার কাজগুলি ফলো করুক। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।

এ ধরনের গুরুত্বপূর্ন ভিডিও দেখতে চাইলে ও পাবলিশ হওয়া মাত্র নোটিফিকেশন পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোন বিষয় জানতে চাইলে আমার ভিডিওর কমেন্টস এ প্রশ্ন করলে আমি উত্তর দিবো।

📧 ইমেইল: (1) atikulpm@gmail.com (2) admin@atikul.com
🌐 ওয়েবসাইট: ATIKUL.COM
📱 ফেসবুক: ATIKUL KHAN
▶️ ইউটিউব: LATESTINFOBD

Atikul Khan

ATIKUL.COM হলো একটি টেক রিলেটেড ব্লগ ও গ্রাহক সেবা প্ল্যাটফর্ম, যেখানে বাংলাদেশের মানুষদের জন্য অনলাইন কাজ সহজভাবে উপস্থাপন করা হয়। এখানে পাওয়া যাবে বিভিন্ন টেক টিপস, টিউটোরিয়াল, অনলাইন ইনকাম আইডিয়া এবং গ্রাহক সেবা। আপনি চাইলে আমাদের ব্লগ আর ইউটিউব কনটেন্ট ফলো করে নিজের কাজে দক্ষ হতে পারবেন এবং প্রয়োজন হলে সরাসরি আমাদের সার্ভিস ব্যবহার করে সুবিধা নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button