ভারত যেতে এরাইভেল কার্ড এর ফরমে কি কি রয়েছে দেখে নিন
আসসালামু আলাইকুম ভিউওয়ারস। ভারতীয় ভিসা আপডেট এ আপনাকে শুভেচ্ছা।
ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ থেকে ভারত যেতে হলে এখন থেকে আপনাকে এরাইভেল কার্ড নিতে হবে। নির্দিষ্ট ঠিকানায় তথা ওয়েবসাইটের মাধ্যমে ফরম ফিলাপ করে এই এরাইভেল কার্ড সংগ্রহ করতে হবে।
এরাইভেল কার্ড পেতে হলে যে ফরম টি ফিলাম করতে হবে তা দেখতে নিম্নরুপ। আপনাদের জানার ও বুঝার সুবিধার্থে রেজিষ্ট্রেশন ফরমটি শেয়ার করলাম।

এই ফরম ফিলাম করার পর যে এরাইভেল কার্ড পাবেন সেটি দেখতে এখানে ক্লিক করুন।
এ ধরনের গুরুত্বপূর্ন ভিডিও দেখতে চাইলে ও পাবলিশ হওয়া মাত্র নোটিফিকেশন পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোন বিষয় জানতে চাইলে আমার ভিডিওর কমেন্টস এ প্রশ্ন করলে আমি উত্তর দিবো।
📧 ইমেইল: (1) atikulpm@gmail.com (2) admin@atikul.com
🌐 ওয়েবসাইট: ATIKUL.COM
📱 ফেসবুক: ATIKUL KHAN
▶️ ইউটিউব: LATESTINFOBD