ডাকযোগে সহি মুহুরী পর্চা পাওয়ার পদ্ধতি জানুন Learn how to get Certified Khatian by Post Office 2025
আপনার সহি মুহুরী পর্চা বা সার্টিফাইড খতিয়ান অর্থাৎ জেলা অফিসের সীল স্বাক্ষর সহ খতিয়ান/পর্চা অনলাইনে আবেদনে করে আপনার ঠিকানায় ডাকযোগে পেতে চাইলে আজকের পর্ব টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ন।
ভিডিও দেখে শিখতে চাইলে নিচের ভিডিওর লিংক টিতে ক্লিক করুন।

ভিডিওর কথাগুলি সরাসরি আপনাদের নিকট নিম্নে শেয়ার করলাম। (ভিডিও দেখে শিখতে এবং বুঝতে সহজ, লেখায় বানানগত ভুলত্রুটি থাকতে পারে)
আসসালামু আলাইকুম ভিউয়ার্স। লেটেস্ট ইনফো বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা।
আপনার সহি মুহুরী পর্চা বা সার্টিফাইড খতিয়ান অর্থাৎ জেলা অফিসের সীল স্বাক্ষর সহ পর্চা লাগবে অথবা আপনি গ্রাহক সেবা দেন অর্থাৎ সহি মুহুরী পর্চার আবেদন করে গ্রাহকদের সার্ভিস দেন এমনটা হলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই শিক্ষামূলক ভিডিওটির মাধ্যমে জেলা অফিসে না গিয়ে অনলাইনে আবেদন করে পোস্ট অফিসের মাধ্যমে আপনার পছন্দের ঠিকানায় সহি মুহুরী পর্চা পাওয়ার পদ্ধতি সম্পর্কে গাইডলাইন শেয়ার করব। তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে লেটেস্ট ইনফোবিটি YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন কারণ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি।
মূল পর্বে চলে যাই, প্রথমে দেখে নেই মুহুরী পর্চা বা সার্টিফাইড খতিয়ান খতিয়ান দেখতে কেমন। এখানে আমি তিনটি পর্চার স্যাম্পল নিয়েছি আপনাদের বোঝানোর জন্য একটি সম্পূর্ণ হাতে লেখা আর দুটি কম্পিউটার টাইপ করা। পার্থক্য হলো ইউনিয়ন ভূমি অফিস থেকে তোলা বা আগে যে আমরা হাতে লেখা পর্চা পেতাম সেগুলি কিন্তু এখন আর কাজে লাগে না। ক্ষেত্র বিশেষ আপনারা তদন্তের জন্য নিতে পারেন। কিন্তু অনলাইন নামজারি করার ক্ষেত্রে, জমি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে, মামলা পরিচালনার ক্ষেত্রে কোন ক্ষেত্রে কিন্তু এখন আর হাতে লেখার পর্চা কাজে লাগে না। এরপর যেটি রয়েছে সেটি সহি মুহুরী পর্চা। এখানে জেলা প্রশাসক কার্যালয়ের সিল রয়েছে, কোর্ট ফি লাগানো রয়েছে এবং এই পর্চাটির দ্বিতীয় পাতায় সিল স্বাক্ষরও রয়েছে। এটাকে আমরা সহি মুহুরী পর্চা বলে থাকি। এই সহি মুহুরী পর্চাটি আপনি কিভাবে পাবেন, কিভাবে আবেদন করবেন, কিভাবে টাকা পরিশোধ করবেন, কয়দিনে পাবেন ইত্যাদি বিষয়ে আজকের ভিডিওতে জানতে পারবেন। আর সর্বশেষ ডানপাশে যেটি রয়েছে অনলাইন পর্চায় শুধুমাত্র একটি কিউআর কোড থাকবে। অনলাইন পর্চা নামজারির ক্ষেত্রে, জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রায় সকল ক্ষেত্রেই কাজে লাগে। শুধুমাত্র মামলা পরিচালনার ক্ষেত্রে সহি মুহুরী পর্চা বাধ্যতামূলক। যাই হোক ওটা আপনারা জেনে নিবেন। যার যেটি লাগে তিনি সেটি তুলবেন।
খরচের বিষয়ে হিসাব করলে এই সহি মুহুরী পর্চা তুলতে গেলে 140 টাকা খরচ হয় সেটি আমরা প্র্যাক্টিক্যাল একটু পরে দেখবো। আর অনলাইন পর্চা তুলতে গেলে 100 টাকা বিকাশ দিয়ে ফিস দিতে হয়। এরপরে কম্পিউটার প্রিন্ট খরচ যার মাধ্যমে আপনি তুলবেন তার একটি মিনিমাম সার্ভিস ফি তাকে দিতে হয়। আমরা এখন দেখে নেই সহি মুহুরী পর্চার জন্য কিভাবে আবেদন করতে হয়।
এই কাজটি করার জন্য আমাদেরকে land.gov.bd এই সাইটটিতে যেতে হবে। এখান থেকে আমি ভূমিরেকর্ড ও ম্যাপ এই লিংকে যাব। লিংকে গিয়ে আমাকে লগিন করতে হবে। আমি প্রয়োজনে প্রথমে লগইন করে নিতে পারি। এই যে উপরে ডান পাশে লগিন বাটন রয়েছে। এখান থেকে লগিনে ক্লিক করলাম। আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলাম। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিভাবে তৈরি করে সেই বিষয়ে পরিপূর্ণ একটি ভিডিও আমার চ্যানেলে পাবেন। প্রয়োজনে ওই ভিডিওর লিংকটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। লগিন করুন বাটনে ক্লিক করলাম।
ভূমি মন্ত্রণালয়ের সার্ভারে আমি লগিন করলাম। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করলাম। এরপর যেই ব্যক্তির একাউন্টে লগইন করলাম তিনি আমাকে একটি সহি মুহুরী পর্চা তুলতে বলেছেন তোলার কাজ দিয়েছেন। তাই আমি তার একাউন্টে লগইন করলাম এবং ভূমি রেকর্ড ও ম্যাপ এই লিংকে গেলাম। এরপর এখান থেকে খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান এখানে ক্লিক করলাম। এরপর একটু নিচে এসে খেয়াল রাখতে হবে সার্ভে খতিয়ান সিলেক্ট করা আছে কিনা। এটি অটো সিলেক্ট করা থাকে। যারা নামজারি পর্চা তুলবেন নামজারি খতিয়ান তুলবেন তাদের জন্য নামজারি খতিয়ানে ক্লিক করে নিবেন। নয়তো সার্ভে খতিয়ানে ক্লিক করা থাকবে। আমি একটি সহি মুহুরী পর্চার আবেদন করব। সেটি আরএস খতিয়ান বিভাগ ঢাকা জেলা মুন্সিগঞ্জ উপজেলা শ্রীনগর। আপনারা আপনাদের অনুযায়ী দিবেন। আপনাদের বিভাগ দিবেন, আপনাদের জেলা দিবেন, আপনাদের থানা দিবেন। এরপর যেহেতু আরএস খতিয়ান আরএস এ ক্লিক করলাম। এছাড়াও সিএস, এসএ, বিআরএস এগুলিও রয়েছে। এরপর মৌজা দিতে হবে। মৌজার একটি সিরিয়াল নাম্বার রয়েছে। সেটি লিখলেও অটোমেটিক পেয়ে যাবেন। এভাবেও পাবো। আরেকটি পদ্ধতি কি? আমি সরাসরি যে মৌজা সেই মৌজার দুইটি অক্ষর লিখলাম। এভাবেও পেয়ে যাব। এরপর ক্লিক করার পরে ডান পাশে একটু লোডিং থাকবে কয়েক সেকেন্ড সার্ভার বেজি থাকলে এই মৌজার টোটাল তথ্যগুলি কিন্তু লোড হইতে একটু সময় নেয় ওই মৌজার আওতাদিন সকল তথ্য এই সেকশনে লোড হইলো এরপর আমরা কি দিয়ে খোঁজবো আমরা কি খতিয়ান নাম্বার দিয়ে খোঁজবো না দাগ নম্বর দিয়ে খোঁজব সেটি একটু দেখে নেই।
ভিডিও দেখে শিখতে চাইলে এখানে ক্লিক করুন।
দুটির পার্থক্য আপনাদেরকে দেখাই যদি খতিয়ান দিয়ে খুঁজি আমি লিখলাম খতিয়ান নম্বর লিখে খুঁজুন বাটনে ক্লিক করলাম খতিয়ানটি চলে আসলো এটি কেটে দিলাম। দাগ নম্বর দিয়ে খুঁজতে চাইলে কি করতে হবে? দেখুন একটু ওয়েট করি। অধিকতর অনুসন্ধান এখানে ক্লিক করলাম। এখানে দাগ নম্বর দিব। পাশাপাশি আপনারা চাইলে দাগ নম্বর না দিয়ে মালিকের নাম দিয়েও খুঁজতে পারেন। এখানে মালিকের নাম দিয়ে খুঁজন বাটনে ক্লিক করবেন। তাহলে ওই ব্যক্তির ওই মালিকের কোন কোন জায়গায় জায়গা রয়েছে সেগুলি আপনারা জানতে পারবেন। খুঁজন বাটনে ক্লিক করলাম। দেখুন ওই আগের খতিয়ানটি চলে আসলো। অর্থাৎ আমরা সরাসরি খতিয়ান নাম্বার দিয়ে খুঁজতে পারি। দাগ নম্বর দিয়েও খুঁজতে পারি। এটিকে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলাম। এরপর এখানে ঝুড়িতে রাখুন। এই সুইচটিতে ক্লিক করব। যেটাকে আমরা ইংরেজিতে এড টু কার্ট বলি। দারাজে বা অনলাইনে কোন শপিং করলে অড টু কার্ড করতে হয়। ঠিক ওই একই ব্যাপার। এটি বাংলায় ঝুড়িতে রাখুন। লিখা এসেছে। আপনি চাইলে ইংরেজি ভার্সন করে নিতে পারেন স্ক্রিনটিকে। আমি এই কার্টে ক্লিক করলাম। ঝুরিতে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি এই খতিয়ানটি অনলাইন খতিয়ান তুলবো না সার্টিফাইড কপি তুলবো। সার্টিফাইড কপিতে ক্লিক করা রয়েছে। এখানে ক্লিক করা থাকবে।
এরপর কোন খতিয়ানটি তুলবো? এখানে একটি টিকমার্ক দিতে হবে। আমরা একাধিক অনুসন্ধান করলে কিন্তু একাধিক এখানে আসতো। একসাথে চারটি পর্যন্ত ক্লিক করা যায়। একসাথে চারটি পর্যন্ত মুহুরী পর্চা বা সার্টিফাইড খতিয়ান অথবা একসাথে চারটি অনলাইন পর্চা তোলা যায়। এর বেশি একসাথে তোলা যায় না। হয়তো পরবর্তী আপডেটে এই সংখ্যা বাড়তে পারে। এরপর করণীয় কি? একটু নিচে এসে চেক আউট করুন। এই লেখাটিতে ক্লিক করব। এরপর সিলেক্ট করতে হবে যে আমি কিভাবে সহি মুহুরী পর্চা বা সার্টিফাইড খতিয়ান সংগ্রহ করব। ডান পাশে দেখুন সেবা প্রদানের তথ্যাধী মোট খরচ 100 টাকা। ডাকযোগে আমি নিব। ডাকযোগে ক্লিক করলাম। ক্লিক করার পর দেশের অভ্যন্তরে না দেশের বাইরে। দেশের বাইরে যারা নিবেন সেটাও পারবেন। এখানে ক্লিক করে দেশের নাম সিলেক্ট করে স্টেপ বাই স্টেপ ঠিকানা দিয়ে দিবেন। যেহেতু আমি দেশের অভ্যন্তরে নিব। দেশের অভ্যন্তরে সিলেক্ট করে দিলাম। এরপরে কোন ঠিকানায় নিব? এইযে অটোমেটিক এখানে একটি ঠিকানা দেখাইতেছে। এটিতে আমি ক্লিক করে দিলাম। যারা ঠিকানা পরিবর্তন করতে চান বা এই ঠিকানায় নিতে না চান অন্য ঠিকানায় নিবেন তারা ঠিকানা যোগ করুন বাটনে ক্লিক করে ওই ঠিকানা সিলেক্ট করে দিবেন এরপর দেখুন ডানপাশে 140 টাকা ডাকঘর ফি পোস্ট অফিস ফি 40 টাকা সংযুক্ত হয়েছে সর্বমোট 140 টাকা ফি পরিশোধ করার নিয়ম এখানে এই যোগফলটি প্রদান করতে হবে শূন্য যোগ পা যোগফল পাচ দিলাম এরপর ফি পরিশোধ করুন। কিভাবে করব এই যেই ইকে পে একটি মাধ্যম সিলেক্ট করা রয়েছে। এই মাধ্যমটি অটো ডিফল্ট থাকবে। ফি পরিশোধ করুন। এই বাটনটিতে ক্লিক করলাম। কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের সামনে একটি পেমেন্ট গেটওয়ে চলে আসলো। ইকেপে পেমেন্ট গেটওয়ে। এখান থেকে আমরা নির্ধারণ করব কোন মাধ্যমে আমি মন্ত্রণালয়কে টাকা দিব। এখানে অনেকগুলি মাধ্যম রয়েছে বিকাশ, নগদ, রকেট সহ আরো কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ওয়ালেট নানাবিত মাধ্যম রয়েছে। আপনারা দেখে নিবেন যার যেটি প্রয়োজন আমি বিকাশ দিয়ে পেমেন্ট করব। তাই আমি বিকাশ সিলেক্ট করলাম। এরপর এখানে লাইসেন্স এগ্রিমেন্ট টিকমার্কটি দিয়ে পে 140 টাকা। এখানে ক্লিক করলাম। কয়েক সেকেন্ডের মধ্যে বিকাশ গেটওয়ে চলে আসলো। যে বিকাশ নম্বর থেকে আমি টাকাটি কেটে নিব সেটি লিখে কনফার্ম বাটনে ক্লিক করলাম। ওই বিকাশ নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আমি এখানে দিব। এরপর কনফার্ম বাটনে ক্লিক করলাম। বিকাশ এর পিন নম্বরটি দিয়ে পুনরায় কনফার্ম বাটনে ক্লিক করলাম। আমাদের পেমেন্টটি ভেরিফিকেশন হয়ে আবেদনটি সফলভাবে সম্পন্ন হয়ে গেল। লিখা এসেছে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে। ডেলিভারি তারিখ 4 আগস্ট। আজকে 24 জুলাই। আনুমানিক 10 10 দিন সময় দিয়েছে। এই তারিখে চলে আসে। আট থেকে 10 দিনেই ওই ঠিকানায় চলে আসবে। এভাবেই মুহুরী পর্চা বা সার্টিফাইড খতিয়ান এর আবেদন করতে হয়।
এই রশিদটি আপনি প্রিন্ট করে রাখতে পারেন। রশিদ ডাউনলোড বাটনে ক্লিক করলে রশিদটির একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। সেটি আপনারা প্রিন্ট করে সংগ্রহ রাখবেন অথবা মোবাইল দিয়ে এই স্ক্রিনটির ছবি তুলে রাখবেন। যদি না আসে তাহলে যেন জেলা অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। নয়তো ডেলিভারির জন্য এই স্লিপটি প্রয়োজন পড়ে।
নির্দিষ্ট সময়ে ডাকঘরে আসলে ডাকঘর থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে যে জেলা অফিস থেকে আপনার একটি চিঠি এসেছে। সেই চিঠির এনভেলপ খুললেই আপনি আপনার মুহুরী পর্চা বা সার্টিফাইড খতিয়ান দেখতে পাবেন।
আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন। সৈমরি প্রচার অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করতে হয় টোটাল প্রক্রিয়াটি আমি বুঝানোর চেষ্টা করছি। কোন কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওর কমেন্টে প্রশ্ন করবেন। আমি উত্তর দিব। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
এ ধরনের গুরুত্বপূর্ন ভিডিও দেখতে চাইলে ও পাবলিশ হওয়া মাত্র নোটিফিকেশন পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোন বিষয় জানতে চাইলে আমার ভিডিওর কমেন্টস এ প্রশ্ন করলে আমি উত্তর দিবো।
লেখক পরিচিতি: আমি আতিকুল খান, আমি যে কাজগুলি করে অর্থ উপার্জন করি সে কাজগুলি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে ভিডিও তৈরি করে আমার ইউটিউব চ্যানেলে এবং এই ওয়েবসাইটে দিয়ে থাকি। আমি সাধারনত ভিডিওর মাধ্যমেই আপনাদের কে এ ধরনের কাজগুলি ভালোভাবে বুঝাতে পারি। লিখে লিখে বুঝাতে ততটা সহজ হয় না। ভিডিওর মাধ্যমে আমার কাজ ফলো করে আপনি নিজের কাজে লাগাতে পারবেন এবং গ্রাহক সেবা দিয়ে আয়ও করতে পারবেন।
FOR ENGLISH READERS:
Today’s episode is very important for you if you want to get your Sahi Muhuri Porcha or Certified Khatian, i.e. Khatian/Porcha with the seal and signature of the district office, by applying online and getting it by post to your address.
Author Introduction: I am Atiqul Khan, I make videos to teach you the things I do to earn money and post them on my YouTube channel and this website. I can usually explain such things to you well through videos. It is not that easy to explain them in writing. By following my work through videos, you can put it to use for yourself and also earn money by serving customers.
If you want to learn by watching the video, click on the video link below.
I have shared the words of the video directly with you below. (Easy to learn and understand by watching the video, there may be spelling mistakes in the writing)
Assalamu Alaikum Viewers. Greetings to you from the Latest Info BD YouTube channel.
If you need a Sahi Muhuri Porcha or Certified Khatian, i.e. a paper with the seal and signature of the district office, or if you provide customer service, i.e. apply for a Sahi Muhuri Porcha and provide service to customers, then this video is very important for you. Because through today’s educational video, I will share guidelines on how to apply online and get a Sahi Muhuri Porcha at your preferred address through the post office instead of going to the district office. So, watch this important video completely without skipping it and to get such important videos regularly, subscribe to the Latest Info BD YouTube channel and keep the bell button on because I constantly give you such important videos.
Let’s move on to the main episode, first let’s see what a Muhuri Porcha or Certified Khatian Khatian looks like. Here I have taken three sample papers to explain to you, one completely handwritten and two computer typed. The difference is that the papers taken from the union land office or the handwritten papers that we used to get earlier are no longer useful. You can take them for investigation in special cases. But in the case of online registration, land registration, case management, handwritten papers are no longer useful. The one after that is the Sahi Muhuri paper. Here is the seal of the District Collector’s office, court fee is affixed and there is also a seal signature on the second page of this paper. We call this Sahi Muhuri paper. In today’s video, you will learn about how to get this Sahi Muhuri paper, how to apply, how to pay the money, how many days to get it, etc. And the last one on the right side will have only a QR code on the online paper. The online paper is useful in almost all cases of registration, land registration. The Sahi Muhuri paper is mandatory only in case of case management. Whatever it is, you will find out. Whoever needs it, he will take it.
If we calculate the cost, it costs 140 taka to get this Sahi Muhuri Porcha, we will see it practically later. And if you want to get the online porcha, you have to pay a fee of 100 taka through bKash. Then you have to pay a minimum service fee for the computer print cost through which you will get it. We have not seen how to apply for Sahi Muhuri Porcha now.
To do this, we have to go to the site land.gov.bd. From here, I will go to the link Land Records and Maps. I have to log in by going to the link. I can log in first if necessary. There is a login button on the top right. From here, I clicked on login. I gave the user ID and password. You will find a complete video on how to create this user ID and password on my channel. If necessary, I will give the link of that video in the description of this video. I clicked on the login button.
I logged in to the server of the Ministry of Land. I logged in with my user ID and password. Then the person whose account I logged in to asked me to take a Sahi Muhuri Porcha and gave me the task of taking it. So I logged in to his account and went to the link Land Records and Maps. Then from here I clicked on Khatian and Map Search. Then you have to come down a little and make sure that Survey Khatian is selected. It is auto-selected. Those who will take Namjari Porcha will take Namjari Porcha, click on Namjari Khatian. Otherwise, Survey Khatian will be clicked. I will apply for a Sahi Muhuri Porcha. That is RS Khatian Division Dhaka District Munshiganj Upazila Srinagar. You will give it according to you. You will give your division, you will give your district, you will give your police station. Then since RS Khatian is RS, I clicked on RS. There are also CS, SA, BRS. Then you have to give the mouza. The mouza has a serial number. You will get it automatically if you write it. I will get it this way too. What is another method? I directly wrote two letters of the mouza that I want. I will get it this way too. After clicking, there will be a little loading on the right side for a few seconds. If the server is busy, the total information of this mouza takes a little time to load. All the information under that mouza is loaded in this section. Then what will we search with? Will we search with the khatian number or with the dag number? Let’s see.
Let me show you the difference between the two. If I search by ledger, I wrote the ledger number and clicked the search button. The ledger came out. I cut it off. What do I have to do if I want to search by the dag number? Wait a minute. I clicked on more search here. I will give the dag number here. In addition, if you want, you can also search by the owner’s name without giving the dag number. Here, click on the search button with the owner’s name. Then you will be able to know which places that person has a place in. I clicked on the search button. See, the previous ledger came out. That is, we can search directly by the ledger number. We can also search by the dag number. I will double-click on it. I double-clicked it. Then put it in the basket here. I will click on this switch. Which we call add to cart in English. When shopping at Daraz or online, you have to add to cart. It is exactly the same thing. Put it in the basket in Bengali. It is written. If you want, you can make the English version of the screen. I clicked on this cart. I clicked on the basket. Then from here I have to select whether I want to make this Khatian online or make a certified copy. Click on Certified Copy. Click here.
Which ledger should I collect next? A tick mark should be given here. If we search for more than one, more than one would come here. Up to four can be clicked at once. Up to four Muhuri Porcha or Certified Ledger or four Online Porcha can be collected at once. More than this cannot be collected at once. Maybe this number may increase in the next update. What to do next? Come down a little and check out. I will click on this article. Then I have to select how I will collect the Sahi Muhuri Porcha or Certified Ledger. See the service information on the right side. The total cost is 100 taka. I will collect by post. I clicked on Post. After clicking, those who will collect within the country or outside the country can also do so. Click here and select the name of the country and give the address step by step. Since I will collect within the country. I selected within the country. Then to which address should I collect? Here an address is automatically shown here. I clicked on it. Those who want to change the address or do not want to receive at this address and want to receive at another address, click on the Add Address button and select that address. Then see on the right side 140 taka post office fee 40 taka has been added. The total fee payment rules for 140 taka are as follows: Here you have to pay this sum, add zero, add five, add five, then pay the fee. How to do this: Here, a payment gateway has been selected as EK Pay. This medium will be the auto default. Pay the fee. I clicked on thiNagad, Rocket, and more cards, internet banking, wallets, etc. You will see that I will pay with bKash, which is required. So I selected bKash. Then here, with the license agreement tickmark, pay 140 taka. I clicked here. Within a few seconds, the bKash gateway came. I entered the bKash number from which I will deduct the money and clicked on the confirm button. An OTP will be sent to that bKash number. I will give that OTP here. Then I clicked on the confirm button. I entered the bKash PIN number and clicked on the confirm button again. Our payment was verified and the application was successfully completed. It was written that your application has been accepted. Delivery date is August 4. Today is July 24. It took approximately 10 10 days. It arrived on this date. It will arrive at that address in eight to 10 days. This is how to apply for a Muhuri Parcha or Certified Khatian.
Four online forms can be taken. More than this cannot be taken at once. Maybe this number may increase in the next update. What to do next? Come down a little and check out. I will click on this article. Then I have to select how I will collect the Sahi Muhuri Form or Certified Khatian. See the information on the right side, the total cost of providing the service is 100 taka. I will take it by post. I clicked on post. After clicking, I will take it within the country or outside the country. Those who take it outside the country can also do that. Click here and select the name of the country and give the address step by step. Since I will take it within the country. I selected within the country. Then to which address should I take it? Here an address is automatically shown here. I clicked on it. Those who want to change the address or do not want to receive at this address and want to receive at another address, click on the Add Address button and select that address. Then see on the right side 140 taka post office fee 40 taka has been added. The total fee payment rules for 140 taka are as follows: Here you have to pay this sum, add zero, add five, add five, then pay the fee. How to do this: Here, a payment gateway has been selected as EK Pay. This medium will be the auto default. Pay thNagad, Rocket, and more cards, internet banking, wallets, etc. You will see that I will pay with bKash, which is required. So I selected bKash. Then here, with the license agreement tickmark, pay 140 taka. I clicked here. Within a few seconds, the bKash gateway came. I entered the bKash number from which I will deduct the money and clicked on the confirm button. An OTP will be sent to that bKash number. I will give that OTP here. Then I clicked on the confirm button. I entered the bKash PIN number and clicked on the confirm button again. Our payment was verified and the application was successfully completed. It was written that your application has been accepted. Delivery date is August 4. Today is July 24. It took approximately 10 10 days. It arrived on this date. It will arrive at that address in eight to 10 days. This is how to apply for a Muhuri Parcha or Certified Khatian.
📧 ইমেইল: (1) atikulpm@gmail.com (2) admin@atikul.com
🌐 ওয়েবসাইট: ATIKUL.COM
📱 ফেসবুক: Latest info bd
▶️ ইউটিউব: LATESTINFOBD