৫০০ টাকার পরিবর্তে ১৫০০ টাকা পুলিশ ক্লিয়ারেন্স ব্যাংক জমা ।। Police Clearence Bank Fee Increase 500 to 1500 BDT
ব্যাংক ফি বেড়ে ৫০০ টাকার পরিবর্তে ১৫০০ টাকা হয়ে গেলো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর অনলাইন আবেদনের।
লেখক পরিচিতি: আমি আতিকুল খান, আমি যে কাজগুলি করে অর্থ উপার্জন করি সে কাজগুলি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে ভিডিও তৈরি করে আমার ইউটিউব চ্যানেলে এবং এই ওয়েবসাইটে দিয়ে থাকি। আমি সাধারনত ভিডিওর মাধ্যমেই আপনাদের কে এ ধরনের কাজগুলি ভালোভাবে বুঝাতে পারি। লিখে লিখে বুঝাতে ততটা সহজ হয় না। ভিডিওর মাধ্যমে আমার কাজ ফলো করে আপনি নিজের কাজে লাগাতে পারবেন এবং গ্রাহক সেবা দিয়ে আয়ও করতে পারবেন।
ভিডিও দেখে শিখতে চাইলে নিচের ভিডিওর লিংক টিতে ক্লিক করুন।

ভিডিওর কথাগুলি সরাসরি আপনাদের নিকট নিম্নে শেয়ার করলাম। (ভিডিও দেখে শিখতে এবং বুঝতে সহজ, লেখায় বানানগত ভুলত্রুটি থাকতে পারে)
আসসালামু আলাইকুম ভিউয়ার্স। লেটেস্ট ইনফো বিডির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা।
অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই শিক্ষামূলক ভিডিওটির মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য ব্যাংক জমার যে পরিবর্তন 500 টাকার পরিবর্তে 1500 টাকা করা হয়েছে অর্থাৎ 1500 টাকা আপনাকে ব্যাংকে জমা দিতে হবে একটি পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার জন্য সেই প্রমাণটি আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আমি আমার একাউন্টে গেলাম। মাই একাউন্টে গেলাম। পুলিশ ক্লিয়ারেন্স এর ওয়েবসাইটে লগইন করে আমার একাউন্টে গেলাম। আমি একটি আবেদন করেছি কিছুক্ষণ আগে। সেই আবেদনটির চালান কাটতে যাই। দেখুন পে অনলাইনে গেলাম। পে অনলাইনে যাওয়ার পর কি করতে হয়? ক্লিক হেয়ার এখানে ক্লিক করতে হয়। এখানে ক্লিক করলাম। দেখুন ট্রাানজেকশন অ্যামাউন্ট। সোনালী ব্যাংকের চালান কাটার যে গেটওয়ে সেখানে ট্রানজেকশন অ্যামাউন্টে লেখা আছে 1500 টাকা। 1500। যেখানে লেখা থাকতো 500 টাকা। সেটির পরিবর্তে এখন থেকে 1500 টাকা করা হয়েছে। এই আপডেটটি আজ 16 অক্টোবর সন্ধ্যার দিকে আমি অনলাইনে দেখেছি।
আরো অন্যান্য মাধ্যমে আমি এই প্রমাণটি আপনাদেরকে দেখাই। sonali বিলপে যে সাইটব এই সাইটের মাধ্যমে আমরা যে চালান সার্চ করি সেখান থেকেও কিন্তু চালান কাটা যায়। পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য যে ব্যাংক জমা দেওয়া যায় অগ্রিম ব্যাংক জমা দেওয়া যায় সেখানে দেখি আমরা এটির প্রমাণ দেখি ফি পেমেন্ট এখানে গেলাম ফি পেমেন্ট ফি পেমেন্টে ক্লিক করার সাথে সাথেই দেখুন 1500 অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার জন্য আপনাকে এখন থেকে 500 টাকার পরিবর্তে 1500 টাকা পেমেন্ট করতে হবে। আরো একটি মাধ্যম সচেতনতা হিসেবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটি হলো আবেদন করার পর আমরা অনেকেই যে কাজটি করি যারা বিকাশ, নগদ, রকেট এইভাবে জমা দিতে চান না। ব্যাংকে গিয়ে জমা দিতে চান। অনেক কাস্টমারই আছেন আমরা আবেদন করলে বলে যে না আমি ব্যাংকে গিয়ে চালান জমা দিব। তাদের জন্য আমরা কি করি? পে অফলাইন বাটনে ক্লিক করে একটা পে স্লিপ দিয়ে দেই। চালান ফরমের একটা প্রিন্ট আমরা দিয়ে দেই। যেটি নিয়ে তিনি ব্যাংকে জমা দেন সেটিতে কিন্তু এখনো আপডেট করা হয়নি। 500 টাকা রয়েছে। তাই এখন এটি আপনারা ব্যবহার করবেন না। এটি খেয়াল করে দিবেন। এটি আপডেট হইলে তখন এই মাধ্যমে আপনারা চালান জমা দিবেন। তাই এখানে 1500 টাকা না হওয়া পর্যন্ত এভাবে আপনারা অফলাইন প্রিন্ট করে ব্যাংকে গিয়ে চালান কাটবেন না। চালানের টাকা জমা দিবেন। আপনারা সরাসরি অনলাইনে জমা দিবেন। অনলাইন বিভিন্ন গেটওয়ে রয়েছে। পি অনলাইনে গেলে ক্লিক হেয়ারে গেলে প্রায় অনেক মাধ্যমে এখানে রয়েছে বিকাশ নগদ রকেট সহ ইন্টারনেট ব্যাংকিং এ গেলে আপনারা বিভিন্ন ব্যাংকের কার্ড ব্যবহার করেও আপনারা এই পেমেন্টগুলি করতে পারবেন।
আরো পড়ুন: পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য অথোরাইজেশন লেটার
আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন যে এখন থেকে পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার জন্য 500 টাকার পরিবর্তে 1500 টাকা ব্যাংকে জমা দিতে হবে ব্যাংক ফি বেড়ে গেল 500 টাকার পরিবর্তে 1500 টাকা হলে একটি পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হয় তার কমপ্লিট গাইডলাইন আমার এই লেটেস্ট ইনফো বিডি YouTube চ্যানেলেই পাবেন। আমি এই ধরনের কাজ করি। তাই আপনারা যারা অনলাইনের কাজ করেন, যারা কম্পিউটার টাইপিং সেন্টার রয়েছেন তারা আমার ভিডিওগুলি ফলো করতে পারেন। গ্রাহক সেবার ক্ষেত্রে আপনাদের এই ভিডিওগুলি ব্যাপক ভূমিকা পালন করবে এবং আতিকুল.com এই ওয়েবসাইটটিও আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনাদের সকল কাজের সাপোর্টিং ডকুমেন্ট সহ লিংক আমি এই ওয়েবসাইটে পর্যায়ক্রমে দিয়ে দিব। তাই লেটেস্ট ইনফোবিডি YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। পাশাপাশি আমি কিছু পেড সার্ভিস চালু করেছি। অর্থাৎ ফরেন মিনিস্ট্রির জন্য যারা আবেদন করতে পারেন না অনেকেই আছেন নিজে নিজে করতে চান কিন্তু বাসায় কম্পিউটার নেই তারা যে কাজটি করতে পারেন আমার মাধ্যমে কাজ করাতে পারেন আমার মাধ্যমে কাজ করাতে হলে অবশ্যই আপনাদের যে ডকুমেন্ট মিনিস্ট্রি করাবেন সেই ডকুমেন্টগুলি নোটারি করে এবং আমাকে ইমেইলে নক করবেন আমার ইমেইল এড্রেস দেয়া আছে এই YouTube চ্যানেলে গেলেই আপনারা আমার ইমেইল এড্রেস পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনারা আমাকে একটি মেইল করবেন আমার হ্যাপ নাম্বার চাইলে আমি আমার হোয়াটসএপ নাম্বার দিব যারা কাজ করাতে চান শুধুমাত্র তারা আমার হোয়াটসএপে যোগাযোগ করবেন। নোটারি করে আমাকে দিলেই আমি আবেদন করে দিব। একবারে সর্বনিম্ন মিনিমাম একটা ফি আমি নেব যাতে করে আপনাদের যেন বিন্দুমাত্র কোন অসুবিধা না হয়। আর এছাড়া অন্যান্য সার্ভিস আমি পর্যায়ক্রমে চালু করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ
One Comment