ফরেইন মিনিষ্ট্রি

জন্ম নিবন্ধন ফরেইন মিনিষ্ট্রি করার পদ্ধতি Foreign Ministry Attestation for Birth Certificate। 2025

আসসালামু আলাইকুম ভিউয়ার্স লেটেস্ট ইনফো বিডির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা।

ফরেইন মিনিষ্ট্রি এখন অনলাইন থেকে করা বাধ্যতামূলক। একবার আবেদন করলেই আপনার ডকুমেন্ট ল+ফরেইন মিনিষ্ট্রি সত্যায়ন হয়ে যাবে। আইন ও বিচার মন্ত্রনালয়ের সত্যায়ন হয়ে যাবে।

আজকের পর্বে আপনি শিখতে পারবেন কিভাবে আপনার জন্ম নিবন্ধন ফরেইন মিনিষ্ট্রি করাবেন। এর জন্য কিভাবে আবেদন করবেন, কত দিনে পাবেন? কত টাকা খরচ? ইত্যাদি বিষয় নিয়ে কমপ্লিট গাইডলাইন শেয়ার করবো এই পর্বে।

আমি আতিকুল খান, আছি আপনাদের সাথে। আমি যে কাজ করে অর্থ উপার্জন করি সে কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি। এতে করে আপনাদের নিজেদের কাজেও লাগলো, পাশাপাশি যারা কর্মসংস্থানে আছেন তাদের অনেক উপকারে আসবে আমার ভিডিও গুলি। তাই আমার চ্যানেল টি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করতে ভুলবেন না।

জন্ম নিবন্ধন ফরেইন মিনিষ্টি করার পদ্ধতি শিখতে চাইলে নিচের লিংক এ ক্লিক করে ভিডিও টি দেখে নিন। ভিডিও না দেখে শুধু লেখা পরে পরে শিখতে চাইলে তাও পারবেন একটু নিচে গেলেই আমি ভিডিওর লেখাগুলি আপনাদের সুবিধার্থে দিয়েছি। যদিও কিছুটা অসুবিধা হবে বুঝতে। তাই যে যেভাবে সুবিধা মনে করেন শিখে নিন। বুঝতে অসুবিধা হলে বা কোন কিছু জানার থাকলে আমাকে প্রশ্ন করুন ভিডিওর কমেন্টস এ, ইনশাল্লাহ উত্তর দিয়ে সহযোগিতা করবো।

ভিডিওর কথাগুলি সরাসরি আপনাদের নিকট নিম্নে শেয়ার করলাম।

( লেখায় কিছু বানান ভুল থাকতে পারে, কিন্তু ভিডিও তে কোন ভুল পাবেন না, আমি প্রতিনিয়ত বানান সংশোধন করছি)

জন্মনিবন্ধন ফরেন মিনিষ্ট্রি করার জন্য কিভাবে আবেদন করবেন, কত টাকা খরচ, কত দিনে পাবেন ইত্যাদি বিষয় নিয়ে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়েছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। কারণ এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনার নিজের কাজে লাগাতে পারবেন। গ্রাহক সেবা দিয়ে আয়ও করতে পারবেন।

মূল পর্বে চলে যাই। এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার জন্মনিবন্ধন যে জন্মনিবন্ধনটি ফরেন মিনিষ্ট্রি করাবেন সেই জন্মনিবন্ধনটিকে নোটারি পাবলিক কার্যালয় থেকে নোটারি করিয়ে নিবেন এরপর স্ক্যান করে কম্পিউটারে নিয়ে নিবেন স্ক্যানটি অবশ্যই এক মেগাবাইট এর নিচে থাকতে হবে ফটশপে গিয়ে ফাইলে সেভ এজে যাবেন ফাইল থেকে ফাইল মেনু থেকে সেভ এজে যাবেন পুনরায় সেভ বাটনে ক্লিক করবেন ওকে দিবেন এখানে যে কোয়ালিটি রয়েছে সেটি আপ ডাউন করলেই কিন্তু নিচে আপনারা কাঙ্খিত সাইজটি পেয়ে যাবেন যে কত কিলোবাইট এর মধ্যে সেভ করবেন 625 কিলোবাইট আমি ওকে দিলাম ফটশপ কেটে দিলাম এরপর কি করতে হবে মাইভডবিডিতে যেতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এক ঠিকানায় সরকারি সকল সেবা পাওয়া যায় ফরেন মিনিস্ট্রি করার জন্য ল ফরেন মিনিস্ট্রি করার জন্য আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পাঁচ থেকে সাত দিনের মধ্যে আবার এখান থেকে আপনারা রিসিভ করতে পারবেন এপস্টিল রিসিভ করতে পারবেন সেটি দেখতে কেমন একটু পরে আমি দেখাইতেছি সর্বপ্রথম আমি এখানে নাগরিক লগিনে গিয়ে লগিন করব। কিভাবে লগিন করব? এই লগিন একাউন্ট কিভাবে তৈরি করতে হয় লেটেস্ট ইনফোবিডি YouTube চ্যানেলটিতেই পাবেন। এখান থেকে ভিডিওটি দেখে নিবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। ফেসবুকে ফলো দিয়ে শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে সহজ হবে। আমি লগইন করি। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন বাটনে ক্লিক করলাম। এরপর একটু নিচে এসে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন। এখানে ক্লিক করব। এরপর এখানে যে তালিকা রয়েছে এগুলা ফরেন মিষ্টি করানোর লিস্ট কি কি ডকুমেন্ট কি কি বিষয়ে আপনি ফরেন মিষ্টি করাতে পারবেন সে বিষয়ে এখানে তালিকা রয়েছে আমরা জন্মনিবন্ধনের বিষয়টি খুঁজবো যেহেতু জন্মনিবন্ধন সনদ আমরা ফরেন মিনিস্ট্রি করাবো কোথায় রয়েছে জন্মনিবন্ধন একটু খুঁজে নেই যদি না পাই এখানে আমি জন্মনিবন্ধন লিখলেও হবে দেখুন জন্মাসন সত্যায়ন আবেদন চলে আসবে এখানে ক্লিক করলাম এরপর আবেদন বাটনে ক্লিক করবো। তার আগে এখানে একটু দেখে নেই যে কি বলেছে প্রয়োজনীয় কাগজপত্র হাসপাতাল বা সিটি কর্পোরেশন অথবা পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত জন্মনিবন্ধনের নোটারীকৃত স্ক্যান কপি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের যে জন্মনিবন্ধনটি সেটি কি ইউনিয়ন পরিষদ থেকে পেয়েছেন না হাসপাতাল থেকে পেয়েছেন না সিটি কর্পোরেশন থেকে পেয়েছেন না পৌরসভা থেকে পেয়েছেন যেখান থেকেই পান আপনি সেটি নোটারি করবেন এবং স্ক্যান করে আমাদের এখানে আপলোড করবেন এখানে একটু জ্ঞাতব্য বিষয় দেয়া রয়েছে কক্সবাজার জেলার জন্মনিবন্ধন সংশ্লিষ্ট জেলা প্রশাসন কর্তৃক সত্যায়িত হওয়া বাধ্যতামূলক কক্সবাজার ক্ষেত্রে একটি বিশেষ শর্ত আর নিচে বলেছে ফাইলের সাইজ এক মেগাবাইট এর মধ্যে হতে হবে একটু আগে আমি দেখিয়েছি এবং সংযুক্তিগুলো আপলোড শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আপনি যখন আবেদন করবেন এবং জন্মনিবন্ধনটি যখন সংযুক্তি হিসেবে দিয়ে দিবেন সেটি পুরোপুরি যেন আপলোড হয় খেয়াল রাখবেন। অবশ্যই জেপিজি পিএনজি ফরমেট হতে হবে। ফাইলটি যখন সেভ করবেন ফটশপ থেকে। এছাড়াও একটি আইডি কার্ড দিয়ে একটি একাউন্ট ভেরিফাই করা সম্ভব। এই বিষয়টি বলেছে একাধিক পেজ হলে প্লাস বাটনে ক্লিক করে ফাইল আপলোড করতে পারবেন। যদি আপনি জন্মনিবন্ধন একটি জায়গায় দুইটি তিনটিও দেন সেটি কিন্তু এই প্লাস বাটনে ক্লিক করে করে আপনি একাধিক পেজ দিতে পারবেন। আমি এটি প্র্যাক্টিক্যাল দেখাই। এরপর খরচের যে বিষয়টি বিনামূল্য অর্থাৎ আপনার কোন খরচ লাগবে না। পাবেন কয়দিনে? পাঁচ কর্মদিবসে এটি পাবেন। আশা করি আপনারা প্রাথমিক বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমি মূল আবেদনে চলে যাই। আবেদন করুন বাটনে ক্লিক করলাম।

এরপর এখানে অটোমেটিকলি কিছু ফরমেট রেডি আছে। আপনাকে কষ্ট করে লিখতে হবে না। অনেকে ভাবেন যে আমি কোন মন্ত্রণালয় বরাবর কি লিখবো? বরাবরে কি লিখবো? বিষয়তে কি লিখবো? অটো লিখা রয়েছে। এখানে মন্ত্রণালয় বিভাগ লিখা রয়েছে। এখানে আইন ও বিচার বিভাগ সিলেক্ট করতে হবে। এরপরে অটোমেটিকলি বরাবর সচিব আইন ও বিচার বিভাগ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিষয়ে জন্মনিবন্ধন সত্যনের জন্য আবেদন। আবেদনকারীর নাম এখানে আমার একাউন্টে লগইন করেছি। তাই আমার নামটি অটো এসেছে। আমি এটি কেটে দিলাম। আমার নাম দুটি কেটে দিলাম। এবং নিচে এসে আমার মোবাইল নম্বরটিও কেটে দিলাম। এখন মূল যার নামে জন্মনিবন্ধন আমি তার নাম লিখবো। তার নামটি এখানে লিখলাম। দুইবার দিয়ে দিলাম।

এরপরে তার পিতার নাম। এরপরে মাতার নাম দিব। এরপরে হাজবেন্ড বা ওয়াইফের নাম দিলেও হবে না দিলেও হবে। এটি বাধ্যতামূলক না। এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর লাগবে না। জন্মনিবন্ধন নম্বরটি অবশ্যই অবশ্যই আপনাকে দিতে হবে। এরপরে জন্ম তারিখটিও বাধ্যতামূলক দিতে হবে। জন্মনিবন্ধন অনুযায়ী। প্রথমে সাল এরপরে মাস এরপরে তারিখ। এরপরে স্থায়ী ঠিকানা। জন্মনিবন্ধনে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা দিবেন। বর্তমান ঠিকানাও দিবেন। এরপর যিনি সনদ ইস্যু করেছেন তার নাম। আপনার জন্ম সনদটি কে দিয়েছে? ইউনিয়ন পরিষদ দিয়েছে না পৌরসভা দিয়েছে না সিটি কর্পোরেশন দিয়েছে না হাসপাতাল দিয়েছে সেই কর্তৃপক্ষের নাম কে ইস্যু করেছেন তার নাম যেহেতু এই জন্ম নিবন্ধনটি চেয়ারম্যান কর্তৃক ইউনিয়ন পরিষদ থেকে ইস্যুকৃত তাই এখানে চেয়ারম্যানের নাম আর পদবীর জায়গায় এই ব্যক্তির নামের পদবী হলো তিনি চেয়ারম্যান সেটি দিলাম এবং দপ্তরের নাম দপ্তরের নাম হবে ইউনিয়ন পরিষদের নাম ব্যাস হয়ে গেল আপনারা এই হিসেবে আপনারা আপনাদের জন্মনিবন্ধনটি জন্মনিবন্ধনের সনদ ইস্যুর অংশটি সিলেক্ট করবেন। যেখান থেকে সনদটি ইস্যু হবে আপনার জন্মনিবন্ধনের নিচে কিন্তু সেটি বলা আছে। সেই অনুযায়ী আপনারা এই নাম, পদবী এবং দপ্তরের নাম লিখে দিবেন।

এরপর কি রয়েছে? সাক্ষর। যিনি আবেদনকারী যার নামে জন্মনিবন্ধন তার সাক্ষরটি এখানে আপলোড করে দিতে হবে। ক্লিক করে ওই সাক্ষরটি আমরা স্ক্যান আগেই করে নিয়েছি। এখানে সাদা অংশটি যতটা সম্ভব বাড়িয়ে দিবেন চারদিকে। এরপরে ক্রপ বাটনে ক্লিক করতে হবে। শাখটি অটোমেটিকি বসে যাবে। এ

কটু নিচে এসে আমরা যে জন্মনিবন্ধনটি স্ক্যান করে নিয়েছি সেটিকে দেখিয়ে দেব। এই হলুদ বাটনে ক্লিক করে জন্মনিবন্ধনটি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করলেই আপলোড হয়ে যাবে। আপলোডটি পরিপূর্ণভাবে হওয়ার জন্য কয়েক সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু আপলোড হয়ে গেল। আমাদের কাজ প্রাথমিকভাবে শেষ। যদি জন্ম নিবন্ধন আরো এক দুইটি থাকে। প্লাস বাটনে ক্লিক করে করে এই যে প্লাস বাটন ক্লিক করে আপলোড করে দিব। ভুলে ক্লিক করলে ডিলিট বাটন রয়েছে কেটে দিব। আবেদনটি দপ্তরে দাখিল করুন বাটনে ক্লিক করব।

এরপরে পুনরায় আরেকবার চেক করব। সব ঠিক রয়েছে কিনা। সব ঠিক থাকলে আবেদন দাখিল করুন বাটনে আবার ক্লিক করব। কয়েক সেকেন্ডের মধ্যে আবেদনটি দাখিল হয়ে যাবে। এইযে দেখুন আবেদনটি দাখিল হয়ে গেছে। এটি রিফ্রেশ করলে আমরা সম্ভাব্য তারিখ পেয়ে যাব। একটু রিফ্রেশ করি। দাখিল হলো আজকে 22 তারিখ এবং সেবা প্রদানের তারিখ 27 তারিখ। পাঁচ দিন পরে সাধারণত ডেলিভারি দিয়ে দেয়। আবার তিন দিনের মধ্যেও এসে যায়। দুইদিনের মধ্যেও এসে যায়। বিকেলেও এসে যেতে পারে। এটা আপনি সঠিকভাবে বুঝতে পারবেন না যে আসলে কখন আসবে। এখানে যে ট্র্যাকিং নম্বর রয়েছে সেটি নোট করে রাখবেন। যদি আপনার আইডি দিয়ে একাধিক ব্যক্তির আবেদন করেন। একটি একাউন্ট দিয়ে কিভাবে একাধিক ব্যক্তির আবেদন করবেন সে বিষয়েও কিন্তু আমার এই চ্যানেলে ওই ভিডিওটিও পাবেন। দেখে নিবেন। এরপর করণীয় কি?

এরপর করণীয় হলো একদিন দুইদিন পর পর চেক করা আবেদনের অবস্থা দেখা যে হয়েছে কিনা। সংশ্লিষ্ট দপ্তরের প্রেরণ আবেদন অনুমোদিত হইলো কিনা। অনুমোদিত হলে কি পাবেন? কিভাবে পাবেন? এইযে আমরা যে এইমাত্র আবেদন করলাম এই আবেদনটিতে ক্লিক করলেই আপনারা এই যে এই স্টেপগুলা দেখতে পারবেন। আবেদন গৃহীত হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করছে। দ্বিতীয় ধাপে চলতেছে। এরপরে আরো দুইটি ধাপ আসবে। আরো দুইটি ধাপ কি কি? এইযে দেখুন কার্যক্রম চলমান এবং অনুমোদন দেওয়া হলো। এই ধাপে এসে ডাউনলোড পাবেন। ডাউনলোড ক্লিক করলে দেখুন এই যে এপস্টিল চলে এসেছে।

এটি আসল না নকল কিভাবে বুঝবেন?

যে এপষ্টিল সনদ টি পেলেন তাতে একটি কিউআর কোড আছে। এই কিউআর কোডটি স্ক্যান করলে আমরা যে জন্মনিবন্ধনটি স্ক্যান করে দিয়েছি সেটি কিন্তু এখানে দেখাবে। এই হলো আমাদের অপস্টিল মানে সার্টিফিকেট অফ ইলেকট্রনিক অটেস্টেশন। কোন কর্তৃপক্ষ বা ভিসা জন্য যদি চায় যে আপনার জন্মনিবন্ধনটি ফরেন মিনিষ্ট্রি করিয়ে নিয়ে আসেন আপনি এভাবে ফরেন মিষ্টি করাবেন। করে এই পেপারসটি ডাউনলোড করে ডাউনলোড করলে কিন্তু আপনার পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করে প্রিন্ট করে সেখানে জমা দিবেন। তারা এটি স্ক্যান করে দেখবে যে আপনি কি পেপারস ফরেন মিষ্টি করিয়েছেন সেটি তারা নিজেদের থেকেই দেখে নিবে।

আশা করি আমি মূল বিষয়টি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। লেটেস্ট ইনফো বিডি YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

এ ধরনের গুরুত্বপূর্ন ভিডিও দেখতে চাইলে ও পাবলিশ হওয়া মাত্র নোটিফিকেশন পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোন বিষয় জানতে চাইলে আমার ভিডিওর কমেন্টস এ প্রশ্ন করলে আমি উত্তর দিবো।

📧 ইমেইল: (1) atikulpm@gmail.com (2) admin@atikul.com
🌐 ওয়েবসাইট: ATIKUL.COM
📱 ফেসবুক: Latest info bd
▶️ ইউটিউব: LATESTINFOBD

Atikul Khan

ATIKUL.COM হলো একটি টেক রিলেটেড ব্লগ ও গ্রাহক সেবা প্ল্যাটফর্ম, যেখানে বাংলাদেশের মানুষদের জন্য অনলাইন কাজ সহজভাবে উপস্থাপন করা হয়। এখানে বিভিন্ন টেক টিপস, টিউটোরিয়াল, অনলাইন ইনকাম আইডিয়া এবং গ্রাহক সেবা সম্পর্কে ভিডিও গাইডলাইন দেওয়া হয়। আপনি চাইলে আমাদের ব্লগ আর ইউটিউব কনটেন্ট ফলো করে নিজের কাজে দক্ষ হতে পারবেন এবং প্রয়োজন হলে সরাসরি আমাদের সার্ভিস ব্যবহার করে সুবিধা নিতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!