পাসপোর্ট সংশোধন ১ম পর্ব। [ অঙ্গীকার নামা লেখার নিয়ম ] E Passport Correction [ Part-1 ] 2025 New
আপনার হাতে যে পাসপোর্টটি আছে অর্থাৎ পুরাতন যে পাসপোর্টটি আছে সেটির সাথে আপনার আইডি কার্ডের কোন না কোন জায়গায় মিল নেই। অর্থাৎ আপনার পাসপোর্টটি সংশোধন করতে চান। এমনটা হলে আজকের লেখাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই লেখাটির মাধ্যমে পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে যে অঙ্গীকারনামা লিখতে হয় সঠিক নিয়মে অঙ্গীকার লেখার নিয়মটি আমি আপনাদেরকে শেয়ার করব। সঠিক ফরমেটটি আমি আপনাদেরকে শেয়ার করব। যাতে করে আপনারা মূল বিষয়টি বুঝতে পারেন।
লেখক পরিচিতি: আমি আতিকুল খান, আমি যে কাজগুলি করে অর্থ উপার্জন করি সে কাজগুলি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে ভিডিও তৈরি করে আমার ইউটিউব চ্যানেলে এবং এই ওয়েবসাইটে দিয়ে থাকি। আমি সাধারনত ভিডিওর মাধ্যমেই আপনাদের কে এ ধরনের কাজগুলি ভালোভাবে বুঝাতে পারি। লিখে লিখে বুঝাতে ততটা সহজ হয় না। ভিডিওর মাধ্যমে আমার কাজ ফলো করে আপনি নিজের কাজে লাগাতে পারবেন এবং গ্রাহক সেবা দিয়ে আয়ও করতে পারবেন।
ভিডিও দেখে শিখতে চাইলে নিচের ভিডিওর লিংক টিতে ক্লিক করুন।

ভিডিওর কথাগুলি সরাসরি আপনাদের নিকট নিম্নে শেয়ার করলাম। (ভিডিও দেখে শিখতে এবং বুঝতে সহজ, লেখায় বানানগত ভুলত্রুটি থাকতে পারে)
আপনি নতুন পাসপোর্ট তৈরি করতে চান কিন্তু আপনার হাতে যে পাসপোর্টটি আছে অর্থাৎ পুরাতন যে পাসপোর্টটি আছে সেটির সাথে আপনার আইডি কার্ডের কোন না কোন জায়গায় মিল নেই। অর্থাৎ আপনার পাসপোর্টটি সংশোধন করতে চান। এমনটা হলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অথবা আপনার যদি কম্পিউটার দোকান থাকে টাইপিং সেন্টার থাকে আপনি গ্রাহক সেবা দিয়ে আয় করতে চান। পাসপোর্টের ফরম ফিলাপ, অঙ্গীকারনামা, ব্যাংক জমা, নানাবিদ সার্ভিস দিয়ে আপনি গ্রাহক সেবা দিয়ে আয় করতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে যে অঙ্গীকারনামা লিখতে হয় সঠিক নিয়মে অঙ্গীকার লেখার নিয়মটি আমি আপনাদেরকে শেয়ার করব। সঠিক ফরমেটটি আমি আপনাদেরকে শেয়ার করব। যাতে করে আপনারা মূল বিষয়টি বুঝতে পারেন।
তাই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। তাহলে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ হওয়া মাত্র আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার ভিডিও তালিকা ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে আমি আমি যে কাজগুলি করি সেই কাজগুলি কিন্তু আপনাদের কাছে শেয়ার করি। আমি রিয়েল কাজগুলি আপনাদের কাছে শেয়ার করি। যাতে করে গ্রাহক সেবা দিতে আপনাদের কোন হয়রানিতে পড়তে হবে না। সঠিক তথ্যটি আপনারা এখান থেকে পাবেন। কোন তথ্য না পেলে বা কোন নতুন কিছু জানতে হলে অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন করবেন। আমি উত্তর দিব ইনশআল্লাহ।
এখানে খেয়াল করুন যে আইডি কার্ড একটি আইডি কার্ড এবং পাসপোর্টের স্যাম্পল আমি আপনাদেরকে দেখাইতেছি। অনেক সময় দেখা যায় নামের মিল থাকে না। পিতার নামে মিল থাকে না অথবা মাতার নামে মিল থাকে না অথবা জন্ম তারিখে মিল থাকে না। গ্রাহক এসে যদি আমাকে বলে যে ভাই আমি একটি পাসপোর্টে ফরম ফিলাপ করব। পাসপোর্ট ফরম ফিলাপ করে দেন। ব্যাংক জমা দিয়ে দেন। তখন আমি জিজ্ঞেস করে কত টাকা? তখন আমি বলি যে ভাই ফরম ফিলাপ তো মূল বিষয় না। আপনি আইডি কার্ড আর পাসপোর্টটি আমাকে দেখান। কারণ এটি মিল আছে কিনা সেটি আমাকে দেখতে হবে। যে শুধু ফর্ম ফিলাপ করলেই হবে না এখানে সাথে কোন অঙ্গীকারনামা লাগবে সেই বিষয়টি আগে কনফার্ম হইতে হবে। তখন পাসপোর্ট আর আইডি কার্ড আমি হাতে নিয়ে প্রথমে নাম মিলাই, পিতার নাম মিলাই, মাতার নাম মিলাই, জন্ম তারিখ মিলাই এবং জন্মস্থান মিলাই এই বিষয়গুলি আগে কনফার্ম হই। যখন মিল থাকে না তখনই একটি অঙ্গীকারনামা দিতে হয়। পাসপোর্টের তথ্য পরিবর্তন বিষয়ক একটি অঙ্গীকারনামা গ্রাহকের পক্ষ থেকে পাসপোর্ট অধিদপ্তর বরাবর একটি অঙ্গীকারনামা লিখতে হয়। তখনই এই পাসপোর্টের ফর্ম ফিলাপের পর ব্যাংক জমা দেয়ার পর এই অঙ্গীকারনামাটিও সংযুক্তি দিতে হয়।
এই অঙ্গীকারনামাটি কিভাবে লিখবেন সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো। মূল বিষয়তে চলে যাই। মাইক্রসফট ওয়ার্ড এ অঙ্গীকারনামাটি লিখবেন। যে যেভাবে লিখতে পারেন লিখবেন অসুবিধা নেই। সর্বপ্রথম হেডিং এ থাকবে অঙ্গীকারনামা। এরপর থাকবে পাসপোর্টের তথ্য পরিবর্তন অবলিক সংশোধন সংক্রান্ত। এই হলো হেডিং। এরপরে মূল বক্তব্যের প্রথম প্যারা। এখানে অবশ্যই আইডি কার্ডের সাথে মিল করে নাম, পিতার নাম এবং মাতার নাম দিয়েই এই অঙ্গীকারনামাটি শুরু করতে হবে। আমি একটি স্যাম্পল দিয়েছি আমি রফিকুল ইসলাম পিতা ইদ্রি শেখ মাতার রোকেয়া বেগম ঠিকানা এই ডাকঘর থানা উপজেলা জেলা পেশা চাকরি যে যেই পেশা ডাক্তার হলে ডাক্তার চাকরিজীবী হলে চাকরিজীবী ছাত্রছাত্রী হলে ছাত্রছাত্রী ব্যবসায়ী হলে ব্যবসায়ী যে যে পেশা সেই পেশাটি এখানে লিখবেন ধর্ম ইসলাম যার যার ধর্ম তিনি লিখবেন জাতীয়তা বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র নম্বর অবলিক জন্মনিবন্ধন নম্বর ব্র্যাকেটে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এই পদ্ধতিতে এজন্যই লেখা হয়েছে এটি একটি ফরমেট সকলের জন্য সকল পাসপোর্ট আবেদনকারীদের জন্য যেন এই ফরমেটটি কাজে লাগে। অর্থাৎ যার জাতীয় পরিচয়পত্র রয়েছে সে জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে লিখবেন। যার জন্মনিবন্ধন রয়েছে তিনি জন্মনিবন্ধন নম্বর এখানে লিখবেন। জন্মনিবন্ধন নম্বর থাকলেই যে জন্মনিবন্ধন নাম্বার লিখতে হবে তা না। পাসপোর্টের পাসপোর্টের ফরমে আপনি যেটি এন্ট্রি করেছেন সেটি এখানে লিখবেন।
ভিডিও দেখে শেখাটা অনেক সহজ হবে। তাই ভিডিও টি দেখতে এখানে ক্লিক করুন।
এরপর এই মর্মে অঙ্গীকার করিতেছি যে আমার পূর্ববর্তী পাসপোর্ট নম্বর এত। পরবর্তী প্যারায় লিখতে হবে আমার পূর্ববর্তী পাসপোর্ট নম্বর এত। অর্থাৎ সর্বশেষ আপনার বইটি বইয়ের নম্বরটি এখানে লিখতে হবে। অনেকে কিন্তু বই লুকান। আরো একটি বই থাকে বিদেশে বই ফালায় আসেন সেই বইটির কথা উল্লেখই করে না। মনে করেন যে ওটি উল্লেখ না করলে কোন অসুবিধা নেই। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি অসুবিধায় পড়বেন। সর্বশেষ বই নম্বরটি এখানে লিখতে হবে এবং বইয়ের ইস্যু তারিখ। সেই বইটি কত তারিখে তৈরি করেছিলেন সেই তারিখটিও এখানে লিখতে হবে। ইস্যু তারিখ এততে আবেদনের সময় আমার নিজ নাম অবলিক পিতার নাম অবলিক মাতার নাম অবলিক জন্ম তারিখ ভুল লিপিবদ্ধ করা হয়েছে অর্থাৎ যেহেতু এটি একটি অঙ্গীকার নামার ফরমেট তাই এখানে সকল বিষয়ে চলে আসবে যার যেটি ভুল তিনি সেটি কিন্তু নিম্নুক্ত ছকে লিপিবদ্ধ করবেন ফরমেটটি সকলের জন্য প্রকৃতপক্ষে আমার জাতীয় পরিচয়পত্র অবলিক জন্মসনদ ব্র্যাকেটে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে অনুযায়ী আমার নিজ নাম অবলিক পিতার নাম অবলিক মাতার নাম নাম অবলিক জন্ম তারিখ এবং পাসপোর্টে উল্লেখিত নিজ নাম অবলিক পিতা নাম অবলিক মাতা নাম অবলিক জন্ম তারিখ নিম্নরূপ এই হলো ফরমেট এই ফরমেটটি লেখার পর আপনাকে চারটি কলাম বিশিষ্ট একটি টেবিল তৈরি করবেন এবং উপরে হেডিং এ বাম পাশে দুইটি কলামকে একটি গ্রুপ হেডিং নিবেন বর্তমান পাসপোর্টে প্রদর্শিত ভুল তথ্য লিখবেন এবং ডান পাশে দুইটি কলামের একটি গ্রুপ হেডিং নিবেন সেখানে লিখবেন জাতীয় পরিচয়পত্র অবলিক জন্ম নিবন্ধন অনুযায়ী প্রকৃত তথ্য অর্থাৎ বাম পাশে পাসপোর্টের তথ্য বাম পাশে থাকবে আর ডান পাশে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ডের তথ্য ডান পাশে থাকবে এনআইডি কার্ডে যেই তথ্যগুলো রয়েছে সেগুলো ডান পাশে লিখতে হবে নাম পিতা নাম মাতা নাম জন্ম তারিখ সবগুলি লিখতে হবে তা না আপনার যেটি সংশোধন করবেন আপনি শুধু সেটি লিখবেন যদি এমন হয় যে আপনার ক্ষেত্রে শুধু নামের সমস্যা ঠিক এভাবে আপনি শুধু নামটি লিখবেন যার যেটিতে সমস্যা তিনি সেটি লিখবেন এই ব্যক্তির আমি যেটি ফরমেটটি লিখেছি তার চারটি বিষয়ে সমস্যা ছিল নাম, পিতার নাম, মাতার নাম এবং জন্ম তারিখ। তাই চারটি বিষয় উল্লেখ হয়েছে। ঠিক একইভাবে আপনি আপনার বিষয়গুলো উল্লেখ করবেন। করে নিচে লিখবেন উপরযুক্ত অঙ্গীকারনামার যাবতীয় তথ্য সঠিক। ইহার কোন অংশ মিথ্যা নয়। আমি কোন তথ্য গোপন করি নাই। কোন মিথ্যা তথ্য দেয়া থাকিলে এই পরিবর্তন বা সংশোধনজনিত কারণে ভবিষ্যতে কোন প্রকার আইনগত জটিলতা হইলে আমি দায়ী থাকবো। আমি স্বেচ্ছায় সজ্ঞানে উপযুক্ত অঙ্গীকার নামার যাবতীয় মর্ম সম্মক অবগত হইয়া স্বাক্ষর প্রদান করিলাম। এরপর স্বাক্ষর দিতে হবে।
আবেদনকারী অপ্রাপ্ত বয়স্ক হলে আবেদনকারী যদি 18 বছর নিচে হয় সেক্ষেত্রে অভিভাবকের সাক্ষর প্রয়োজন পড়লে অভিভাবক সাক্ষর দিবে অসুবিধা নেই। এরপর তারিখ লিখবে মোবাইল নাম্বার দিয়ে।
এই অঙ্গীকারনামাটি আপনাকে পাসপোর্টের ফরমের সাথে সংযুক্ত করে দিতে হবে। আমাদের অঙ্গীকারনামা লেখা হয়ে গেল। আশা করি অঙ্গীকারনামা কিভাবে লিখতে হয় আপনারা বুঝতে পেরেছেন।
এখন করণীয় কি কি লাগবে আপনার পাসপোর্টটি তৈরি করতে গেলে কি কি লাগবে পাসপোর্টের ফরম তিন পাতা বিশিষ্ট যে ফরম সেই ফরমটি আপনার লাগবে সামারি শিট লাগবে ব্যাংক জমা রশিদ লাগবে এনআইডি কার্ডের ভেরিফাই কপি লাগবে ভেরিফাই কপি এইজন্যই লাগবে আপনি যে পরিবর্তন চাইতেছেন সেটি সার্ভারে আছে কিনা ইনস্ট্যান্ট সেগুলা কিন্তু অফিসাররা আপনার আবেদনটি অনুমোদন দেওয়ার সময় কিন্তু ভেরিফাই কপি তাদের দেখতে হয় এজন্য এনইডি কার্ডের ভেরিফাই কপি নিয়ে যাবেন অঙ্গীকারনামা নিতে হবে এনইডি কার্ডের ফট ফটোকপি নিতে হবে। পাসপোর্টের ফটোকপি নিতে হবে। সাথে অবশ্যই মূল পাসপোর্ট ও এনআইডি কার্ড থাকতে হবে। পাসপোর্টের ফর্ম ফিলাপ কিভাবে করতে হয় আমার চ্যানেলে ভিডিও পাবেন। সুন্দরভাবে সঠিক নিয়মে আমি পাসপোর্টের ফর্ম ফিলাপ করা দেখিয়েছি। সেটি দেখে নিবেন। পাসপোর্ট বিষয়ক নানাবিদ ভিডিওই কিন্তু আমার চ্যানেলে পাবেন।
আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। তাহলে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ হওয়া মাত্র আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার ভিডিও তালিকা ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে আমি আমি যে কাজগুলি করি সেই কাজগুলি কিন্তু আপনাদের কাছে শেয়ার করি। আমি রিয়েল কাজগুলি আপনাদের কাছে শেয়ার করি। যাতে করে গ্রাহক সেবা দিতে আপনাদের কোন হয়রানিতে পড়তে হবে না। সঠিক তথ্যটি আপনারা এখান থেকে পাবেন। কোন তথ্য না পেলে বা কোন নতুন কিছু জানতে হলে অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন করবেন। আমি উত্তর দিবো ইনশাআল্লাহ। থাকলে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
এ ধরনের গুরুত্বপূর্ন ভিডিও দেখতে চাইলে ও পাবলিশ হওয়া মাত্র নোটিফিকেশন পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোন বিষয় জানতে চাইলে আমার ভিডিওর কমেন্টস এ প্রশ্ন করলে আমি উত্তর দিবো।
FOR ENGLISH READERS
Assalamu Alaikum Viewers. Greetings from the Latest Info BD YouTube channel.
You want to make a new passport but the passport you have in your hand, that is, the old passport you have, does not match your ID card in any place. That is, you want to correct your passport. If this is the case, today’s video is very important for you. Or if you have a computer shop, typing center, you want to earn money from customer service. If you want to earn money from customer service by filling passport forms, undertaking, bank deposit, and various services, then this video is very important for you. Because through today’s video, I will share with you the rules for writing the undertaking in the correct manner for passport correction. I will share with you the correct format. So that you can understand the main point. So to get such important videos regularly, be sure to subscribe to the channel and keep the bell button on. Then you will get a notification on your mobile as soon as the next important video is published. If you visit my video list, you will understand that I share with you the work that I do. I share real work with you. So that you do not have to face any harassment in providing customer service. You will get the right information from here. If you do not get any information or if you want to know anything new, definitely ask me in the comments. I will answer InshaAllah.
Please note here that I am showing you a sample of an ID card and a passport. Many times it is seen that the names do not match. The father’s name does not match or the mother’s name does not match or the date of birth does not match. If a customer comes to me and says that brother, I will fill up the form in a passport. I fill up the passport form. I deposit it in the bank. Then I ask how much money? Then I say that brother, filling up the form is not the main thing. You show me the ID card and passport. Because I have to see if it matches. It is not enough to just fill up the form, there is no commitment here, that matter has to be confirmed first. Then I take the passport and the ID card in my hand and first I match the name, match the father’s name, match the mother’s name, match the date of birth and match the place of birth. When there is no match, then I have to give a commitment. An undertaking regarding the change of passport information has to be written by the customer to the Passport Department. After filling this passport form and submitting it to the bank, this undertaking has to be attached.
I will now show you how to write this undertaking. Let’s move on to the main topic. You will write the undertaking in Microsoft Word. There is no problem in writing it in any way you can. First of all, the heading will be the undertaking. Then there will be the change of passport information regarding the revision. This is the heading. Then the first paragraph of the main statement. Here, of course, you have to start this undertaking with the name, father’s name, and mother’s name, matching it with the ID card. I have given a sample, I am Rafiqul Islam, father Idri Sheikh, mother Rokeya Begum, address, this post office, thana, upazila, district, profession, job, whatever profession, doctor, doctor, employee, employee, student, student, businessman, businessman, whatever profession, write that profession here, religion, Islam, whose religion, he will write, nationality, Bangladeshi, national identity card number, public birth registration number, in brackets, in the case of minors, this is why this format is written in this way, this is a format for everyone, so that this format is useful for all passport applicants. That is, whoever has a national identity card, write the national identity card number here. Whoever has a birth registration, write the birth registration number here. The birth registration number that you have to write only if you have a birth registration number is not the one that you have entered in the passport form of the passport here.
Then I promise that my previous passport number is this. In the next paragraph, my previous passport number is this. That is, the last book you have to write the book number here. Many people hide books. There is another book that comes to the bookshelf abroad, but it is not mentioned at all. You think that there is no problem if you do not mention it. But in that case, you will face difficulties. The latest book number should be written here and the issue date of the book. The date on which the book was created should also be written here. Issue Date At the time of application, my own name, affidavit, father’s name, mother’s name, affidavit, date of birth have been written incorrectly, that is, since this is a format for making a commitment, all matters will come here, which will be recorded in the following table. The format is for everyone. Actually, my national identity card, affidavit, birth certificate, in brackets, according to minors, my own name, affidavit, father’s name, mother’s name, date of birth and my own name, affidavit, father’s name, mother’s name, date of birth as mentioned in the passport are as follows. This is the format. After writing this format, you will create a table with four columns and in the heading above, take a group heading for two columns on the left side. Write the incorrect information shown in the current passport and take a group heading for two columns on the right side. Write there the actual information according to the national identity card, affidavit birth registration, that is, on the left side, the passport information will be on the left side and on the right side, the national identity card, NID card information will be on the right side. The information that is on the NID card should be written on the right side. Name, father’s name, mother’s name, date of birth You do not have to write everything, you will only write the one you want to correct. If it is the case that in your case only the name is a problem, just like this, you will write only the name, in which case he will write the problem. The person I have written in the format had problems in four areas: name, father’s name, mother’s name and date of birth. So four areas have been mentioned. In the same way, you will mention your areas. Write below that all the information in the above affidavit is correct. No part of it is false. I have not concealed any information. If any false information is given, I will be responsible for any legal complications in the future due to this change or correction. I have voluntarily and consciously signed the appropriate affidavit after being fully aware of all the implications. Then you will have to sign.
If the applicant is a minor, if the applicant is below 18 years of age, then the guardian’s signature is required, there is no problem. Then write the date with the mobile number.
You will have to attach this affidavit to the passport form. Our pledge is written. I hope you understand how to write a pledge.
What to do now What will you need to make your passport You will need the passport form which has three pages You will need the summary sheet You will need the bank deposit receipt
If you want to watch such important videos and get notifications as soon as they are published, visit and subscribe to my YouTube channel. If you want to know anything, ask questions in the comments of my videos and I will answer them.
📧 ইমেইল: (1) atikulpm@gmail.com (2) admin@atikul.com
🌐 ওয়েবসাইট: ATIKUL.COM
📱 ফেসবুক: fb.me/latestinfobd
▶️ ইউটিউব: LATESTINFOBD