ই পাসপোর্ট তৈরিতে কি কি পরিস্থিতিতে বিবাহের সনদ বাধ্যতামূলক জেনে নিন E Passport Update
আসসালামু আলাইকুম ভিউয়ার্স লেটেস্ট ইনফো বিডি ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা।
ই পাসপোর্ট তৈরি করতে দিয়েছেন অথবা তৈরি করবেন। এই ক্ষেত্রে যারা স্বামী বা স্ত্রীর নাম সংশোধন পরিবর্তন অথবা সিঙ্গেলকে মেরিড করতে দিয়েছেন অথবা স্বামী বা স্ত্রীর নাম সংশোধন পরিবর্তন অথবা সিঙ্গেলকে মেরিড করবেন, যেটিই হোক সকলের ক্ষেত্রে একটি নতুন এলার্ট মেসেজ যেটি আমার পরিচিত কয়েকজনের ক্ষেত্রে ঘটেছে। তাই আপনাদের কাছে শেয়ার করলাম।
লেখক পরিচিতি: আমি আতিকুল খান, আমি যে কাজগুলি করে অর্থ উপার্জন করি সে কাজগুলি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে ভিডিও তৈরি করে আমার ইউটিউব চ্যানেলে এবং এই ওয়েবসাইটে দিয়ে থাকি। আমি সাধারনত ভিডিওর মাধ্যমেই আপনাদের কে এ ধরনের কাজগুলি ভালোভাবে বুঝাতে পারি। লিখে লিখে বুঝাতে ততটা সহজ হয় না। ভিডিওর মাধ্যমে আমার কাজ ফলো করে আপনি নিজের কাজে লাগাতে পারবেন এবং গ্রাহক সেবা দিয়ে আয়ও করতে পারবেন।
ভিডিও দেখে শিখতে চাইলে নিচের ভিডিওর লিংক টিতে ক্লিক করুন।

ভিডিওর কথাগুলি সরাসরি আপনাদের নিকট নিম্নে শেয়ার করলাম। (ভিডিও দেখে শিখতে এবং বুঝতে সহজ, লেখায় বানানগত ভুলত্রুটি থাকতে পারে)
পরিবর্তন টি হলো আপনাদের জন্য বিবাহের কাগজ অর্থাৎ নিকাহনামা অবশ্যই পাসপোর্ট অফিসে নিতে হবে। নতুন হলে নতুন ফরমের ক্ষেত্রে সংযুক্ত করে দিবেন। আর যারা ইতিমধ্যে আবেদন জমা দিয়েছেন তাদের জন্য কিন্তু একটু রিস্ক রয়ে গেছে। আপনারা অনলাইনে আপনাদের ডেলিভারি স্লিপটি চেক দিবেন। এমনও হইতে পারে আপনার আবেদনটি রিওয়ার্কে চলে এসেছে। পাসপোর্ট অফিসে খোঁজ নিলে আপনার ক্ষেত্রে যেটি জানবেন সেটি হলো আপনারা যারা বিবাহের কাগজ দেননি তাদেরকে এখন দিতে হবে। অনেকেই বলবেন যে আমি দালাল ধরে লোক ধরে লোক মারফতে বেশি টাকা দিয়ে পাসপোর্ট করতে দিয়েছি আমার কিছুই লাগবে না। কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে এখন থেকে বাধ্যতামূলক স্ক্যান করে দিতে হবে।
তাই সকলের ক্ষেত্রে আগে যারা পাসপোর্ট করতে দিয়েছেন তাদেরটা আটকে গেলে দিতে হবে এবং যারা নতুন দিবেন তারা অবশ্যই বিবার কাগজ অনলাইনে সংযুক্ত করে দেওয়ার জন্য বিবার কাগজ তারা সরবরাহ করবেন ফরমের সাথে যারা বলবেন যে বিবার কাগজ কোথায় পাব অনেকদিন আগে বিবেগ অনেক বছর আগে বিয়ে করেছি তারা কিন্তু ইউনিয়ন কাজী অফিসে গেলে কাজেই আপনাকে বিবার কাগজ ব্যবসথা করে দিবে। ভিডিওটি আপনাদেরকে সচেতনতামূলক হিসেবে আমি শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ হওয়া মাত্র নোটিফিকেশন পেতে আপনাদের সহজ হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
এ ধরনের গুরুত্বপূর্ন ভিডিও দেখতে চাইলে ও পাবলিশ হওয়া মাত্র নোটিফিকেশন পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোন বিষয় জানতে চাইলে আমার ভিডিওর কমেন্টস এ প্রশ্ন করলে আমি উত্তর দিবো।
📧 ইমেইল: (1) atikulpm@gmail.com (2) admin@atikul.com
🌐 ওয়েবসাইট: ATIKUL.COM
📱 ফেসবুক: Latest info bd
▶️ ইউটিউব: LATESTINFOBD