ই পাসপোর্ট

২ দিনে পাসপোর্ট করার গাইডলাইন।। হারানো বই।। অনলাইন জিডি।। Super Express E Passport A Challan

পাসপোর্ট হারিয়ে গেলে কিভাবে মাত্র ২ দিনে ১০ বছর মেয়াদী নতুন ১টি ই-পাসপোর্ট করাবেন সেই বিষয়ে পরিপূর্ন গাইডলাইন নিম্নে শেয়ার করা হলো।

লেখক পরিচিতি: আমি আতিকুল খান, আমি যে কাজগুলি করে অর্থ উপার্জন করি সে কাজগুলি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে ভিডিও তৈরি করে আমার ইউটিউব চ্যানেলে এবং এই ওয়েবসাইটে দিয়ে থাকি। আমি সাধারনত ভিডিওর মাধ্যমেই আপনাদের কে এ ধরনের কাজগুলি ভালোভাবে বুঝাতে পারি। লিখে লিখে বুঝাতে ততটা সহজ হয় না। ভিডিওর মাধ্যমে আমার কাজ ফলো করে আপনি নিজের কাজে লাগাতে পারবেন এবং গ্রাহক সেবা দিয়ে আয়ও করতে পারবেন।

ভিডিও দেখে শিখতে চাইলে নিচের ভিডিওর লিংক টিতে ক্লিক করুন।

ভিডিওর কথাগুলি সরাসরি আপনাদের নিকট নিম্নে শেয়ার করলাম। (ভিডিও দেখে শিখতে এবং বুঝতে সহজ, লেখায় বানানগত ভুলত্রুটি থাকতে পারে)

আসসালামু আলাইকুম ভিউয়ার্স। লেটেস্ট ইনফোবিডি এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা।

আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে অথবা আপনার পাসপোর্টটি হারিয়ে গেছে। এ অবস্থায় আপনি 10 বছর মেয়াদী একটি ই পাসপোর্ট মাত্র দুই দিনে পেতে চান এমনটা হলে আজকের লেখাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই শিক্ষামূলক আর্টিকেলটির মাধ্যমে আমি একজন ব্যক্তির পাসপোর্ট হারিয়ে গেছে, তিনি কিভাবে নতুন একটি পাসপোর্ট মাত্র দুই দিনে পাবেন তার পরিপূর্ণ গাইডলাইনটি আপনাদেরকে শেয়ার করবো।

প্রথমে জেনে নেই কি কি বিষয়ে জানতে পারবেন এই লেখাটির মাধ্যমে:

কিউআর কোড বিশিষ্ট জিডি কিভাবে পাবেন সেটিও আমি দেখাবো।

সুপার এক্সপ্রেস ফরম ফিলাপ করা দেখাবো।

10350 টাকা ব্যাংকে জমা করতে হয় সেটিও দেখাবো এবং

ফাইল সাজানো, পাসপোর্ট অফিসে কি কি ডকুমেন্ট নিয়ে ফিঙ্গারে যাবেন সেটিও দেখাবো।

যেহেতু এই ব্যক্তির পাসপোর্টটি হারিয়ে গেছে তাই তার একটি জিডি করা লাগবে এবং কিউআর কোড বিশিষ্ট
জিডিটি কিভাবে অনলাইন থেকে তুলবেন সেটি দেখাবো। যার পাসপোর্ট হারায়নি তারও কিন্তু এই একই নিয়ম। শুধুমাত্র তিনি জিডি করবেন না। জিডি বাদে অন্য সকল বিষয়ে কিন্তু একই নিয়ম। তাই এই নিয়ম ফলো করলে উভয় ব্যক্তির জন্যই কাজ হয়ে যাবে।

সুপার এক্সপ্রেস মানে আমরা যেটি জানি মাত্র দুই কার্যদিবসে যে পাসপোর্টট পাওয়া যায় তাকে সুপার এক্সপ্রেস ডেলিভারি সিস্টেম বলা হয়। আর এই পদ্ধতিতে পাসপোর্ট করতে হলে 10350 টাকা ব্যাংকে জমা দিতে হয়। আমি বিকাশ দিয়ে এই টাকা জমা করে আপনাদেরকে দেখাবো।

তাই গুরুত্বপূর্ণ এই লেসনটি সম্পূর্ণ পড়ুন এবং এই লেসনটি ভিডিও আকারে আমার ইউটিউব চ্যানেলে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে সেই ভিডিও টি দেখতে এখানে ক্লিক করুন।

এ ধরনের গুরুত্বপূর্ন ভিডিও দেখতে চাইলে ও পাবলিশ হওয়া মাত্র নোটিফিকেশন পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোন বিষয় জানতে চাইলে আমার ভিডিওর কমেন্টস এ প্রশ্ন করলে আমি উত্তর দিবো।

📧 ইমেইল: (1) atikulpm@gmail.com (2) admin@atikul.com
🌐 ওয়েবসাইট: ATIKUL.COM
📱 ফেসবুক: Latest info bd
▶️ ইউটিউব: LATESTINFOBD

Atikul Khan

ATIKUL.COM হলো একটি টেক রিলেটেড ব্লগ ও গ্রাহক সেবা প্ল্যাটফর্ম, যেখানে বাংলাদেশের মানুষদের জন্য অনলাইন কাজ সহজভাবে উপস্থাপন করা হয়। এখানে বিভিন্ন টেক টিপস, টিউটোরিয়াল, অনলাইন ইনকাম আইডিয়া এবং গ্রাহক সেবা সম্পর্কে ভিডিও গাইডলাইন দেওয়া হয়। আপনি চাইলে আমাদের ব্লগ আর ইউটিউব কনটেন্ট ফলো করে নিজের কাজে দক্ষ হতে পারবেন এবং প্রয়োজন হলে সরাসরি আমাদের সার্ভিস ব্যবহার করে সুবিধা নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!